Select Page

শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২: ১০০ দিনে আয় ৩০ লাখ টাকা

শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২: ১০০ দিনে আয় ৩০ লাখ টাকা

দেবাশীষ বিশ্বাস পরিচালিত হিট ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। যার সিক্যুয়েল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। প্রথমটি বাংলা সিনেমার রমরমা সময়ে মুক্তি পায়, অভিনয় করেছিলেন সে সময়ের সবচেয়ে জনপ্রিয় জুটি। ফলাফলে সুপারহিটের তকমা পায়। যার কৃতিত্ব অনেকেই দেবাশীষের বাবা কিংবদন্তি নির্মাতা দিলীপ বিশ্বাসকে দেন।

যাই হোক, প্রায় দুই দশক পর সেই ছবির সিক্যুয়েল কেমন করলো, এ নিয়ে আগ্রহ অনেকেরই। একটি-দুটি করেও সিনেমাটি ১০০ দিন পারও করেছে প্রেক্ষাগৃহে। পরিচালক দেবাশীষ জানিয়েছেন, কোনোভাবেই ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ হিট নয়। এর জন্য প্রেক্ষাগৃহ স্বল্পতাসহ বর্তমান সিনে ইন্ডাস্ট্রির দুরবস্থার কথা বলছেন।

ডেইলি স্টারকে তিনি বলেন, “আমার পরিচালিত সিনেমা যখন মুক্তি পায় তখনো করোনার প্রকোপ ছিল। তবুও অনেক সিনেমাহলে টানা ৩-৪ সপ্তাহ চলেছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’। ঈদ ছাড়া অনেক সিনেমাহল খুলেছে এই সিনেমার মাধ্যমে। টানা ১০০ দিন বিভিন্ন হলে চলেছে এটি। সিনেমাহল থেকে ২৫ থেকে ৩০ লাখ টাকা লগ্নি ফেরত এসেছে। যদিও সিনেমা নির্মাণের যে লগ্নি সেটা হল থেকে এখনো ফেরত আসেনি। এখন শুধু সিনেমাহল থেকে না বিভিন্ন মাধ্যম থেকে লগ্নি ফেরত আসে। আরও কিছু সিনেমাহলে চললে আগামীতে লগ্নি ফেরত আসবে বলে আমার বিশ্বাস।”

গত ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস। প্রযোজনা করে বেঙল মাল্টিমিডিয়া।

*ঢালিউডে চলচ্চিত্রের ব্যবসা জানার নিয়মিত ও নির্ভরযোগ্য কোনো সূত্র বা বক্সঅফিস নেই। সেক্ষেত্রে বিষয়টি যাচাইযোগ্য নয়।


মন্তব্য করুন