Select Page

শ্রাবন্তীর সঙ্গে প্রযোজক সেলিম খানের ছেলে শান্ত

শ্রাবন্তীর সঙ্গে  প্রযোজক সেলিম খানের ছেলে শান্ত

চলতি সপ্তাহে ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টে শামীম আহমেদ রনির ‘বিক্ষোভ’ ছবির মহরত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জানানো হয়, এরপর এ ছবির শুটিং শুরু হবে।

কিন্তু টাইমস অব ইন্ডিয়া জানায়, এরইমধ্যে ভারতে ‘বিক্ষোভ’-এর শুটিং শুরু করেছেন টালিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার সঙ্গে আছেন প্রযোজক সেলিম খানের ছেলে শান্ত। তাদের চরিত্র শিক্ষক-ছাত্রের। শান্ত এর আগে ‘প্রেম চোর’ ছবিতে অভিনয় করেছেন।

জানা গেছে, কলকাতার বিভিন্ন লোকেশনে গত কয়েকদিন ধরে চলছে নতুন এ ছবির শুটিং।

শ্রাবন্তী গত বুধবার ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড দিয়ে ইংরেজিতে ক্যাপশন জুড়ে দেন, ‘ফ্রম বিক্ষোভ সেট’। তাতেই প্রমাণিত হয় গোপনে সিনেমাটির শুটিং চলার খবরের সত্যতা।

বাংলাদেশের সড়ক আন্দোলনের বিষয়বস্তু নিয়ে নির্মাণ হচ্ছে ‘বিক্ষোভ’।

শাপলা মিডিয়া প্রযোজিত এ ছবির জন্য মুম্বাইয়ে একটি আইটেম গানে অংশ নেন সানি লিওন।


মন্তব্য করুন