Select Page

সংগ্রাম’র প্রচারণায় রুহি

সংগ্রাম’র প্রচারণায় রুহি

ruheeমুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘সংগ্রাম’র প্রচারণার জন্য রুহি এখন লন্ডনে। ছবির প্রযোজক পরিচালক মনসুর আলীর সঙ্গে শুক্রবার লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। সেখানে ছবিটির বিভিন্ন প্রচার-প্রচারণায় অংশ নেবেন রুহি।

লন্ডনের বাংলা চ্যানেলগুলোতে প্রচার হবে রুহির সাক্ষাৎকার।

লন্ডনে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই  ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। স্বাধীনতা দিবস চলচ্চিত্রটি মুক্তি পেতে পারে।

রুহি মানবজমিনকে বলেন, এই ছবির শুটিংয়ের জন্য আমি আগেও লন্ডনে গিয়েছি। তখনও বিবিসি এবং বিভিন্ন বাংলা চ্যানেল আমাদের বেশ গুরুত্ব দিয়েছে, সম্মান জানিয়েছে। খুব ভাল লেগেছিল দেশের মহান মুক্তিযুদ্ধের বিষয়গুলো প্রবাসী বাংলাদেশীদের কাছে তুলে ধরতে পেরে। এবারও আমার সেই চেষ্টা থাকবে।

প্রায় দুই সপ্তাহ লন্ডনে অবস্থান করবেন বলে রুহি জানিয়েছেন।


মন্তব্য করুন