Select Page

সংবাদপাঠ শিল্পচর্চায় পড়ে কিনা জানা নেই!

সংবাদপাঠ শিল্পচর্চায় পড়ে কিনা জানা নেই!

অপু বিশ্বাস অন্তরালের যাওয়ার পরপরই শবনম বুবলির সঙ্গে ‘বসগির’ শুরু করেন শাকিব খান। অবশ্য এর আগে সিনেমাটি থেকে সরে দাঁড়ান অপু। শাকিব-বুবলির দ্বিতীয় সিনেমাও মুক্তি পেয়েছে, তৃতীয়টির শুটিং চলছে। এরই মধ্যে ফিরে এসেছেন শাকিবকে নিয়ে রিয়েল লাইফে গুজব থাকা অপু।

প্রথম আলোতে প্রকাশিত এক সাক্ষাৎকারে বুবলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এ নায়িকা। তিনি বলেন, ‘(নতুন শিল্পীকে) অবশ্যই ইতিবাচকভাবে দেখছি। এই শিল্পী–সংকটের সময় নতুন অভিনয়শিল্পীর দরকার ছিল। তবে শিল্পচর্চা যারা করেন, এমন শিল্পী এলে ভালো। আমি যেমন নৃত্যশিল্পী থেকে অভিনয়শিল্পী হয়েছি। নৃত্য অভিনয়ের একটা অংশ। বুবলি সংবাদপাঠিকা থেকে নায়িকা হয়েছেন। সেটা শিল্পচর্চার মধ্যে পড়ে কি না, আমার জানা নেই।’

এদিকে হঠাৎ আড়ালে চলে যাওয়ার কারণ হিসেবে বলেন, ‘কিছু পারিবারিক ঝামেলা ছিল। এ কারণেই সবার কাছ থেকে দূরে ছিলাম। আড়ালে না গেলে এসব ঝামেলা নিয়ে চারদিকে বিভ্রান্তি আর গুজব আরও বেশি ছড়াত। আমার ভক্ত, শুভাকাঙ্ক্ষীরা আরও বেশি কষ্ট পেতেন। আমার দুঃখ, কষ্ট ও বেদনার কথা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে চাই না। শুধুই সুখ আর আনন্দগুলোই ভাগাভাগি করতে চাই।’

শাকিবের সঙ্গে বিয়ে-সন্তানের গুজব সম্পর্কে বলেন, ‘এই উত্তর এখন দেব না। আমার ও শাকিব খানের সামনে যখন এই প্রশ্ন করবেন, ঠিক তখন এর উত্তর দেব আমি।’

অপু জানান, তিনি না থাকায় রাজনীতি, মাই ডার্লিং, পাঙ্কু জামাই, মা, লাভ ২০১৭ এর শুটিং আটকে আছে। প্রথমে এগুলো শেষ করব। তারপর নতুন ছবি হাতে নেবেন। এ ছবিগুলোর মধ্যে ‘মা’তে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলি।

এদিকে শিগগিরই সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন অপু।


মন্তব্য করুন