Select Page

‘সত্তা’ প্রযোজকের পরের ছবিতেও শাকিব, নাম ‘অন্তরাত্মা’, নায়িকা কলকাতার

‘সত্তা’ প্রযোজকের পরের ছবিতেও শাকিব, নাম ‘অন্তরাত্মা’, নায়িকা কলকাতার

ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য ছবি ‘সত্তা’র প্রযোজক ও গল্পকারের সঙ্গে আবারও কাজ করতে যাচ্ছেন শাকিব খান

নতুন ছবির নাম ‘অন্তরাত্মা’। সোহানী হোসেনের গল্পে প্রযোজনা করছে তার প্রতিষ্ঠান তরঙ্গ এন্টারটেইনমেন্ট। পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন।

শাকিব খান জানালেন, তার আসন্ন ঈদের সিনেমা হতে যাচ্ছে ‘অন্তরাত্মা’। যেখানে নায়িকা থাকছেন কলকাতার দর্শনা বণিক।

বুধবার রাতে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ‘অন্তরাত্মা’ সিনেমার জন্য শাকিব খানকে চুক্তিবদ্ধ করান প্রযোজক সোহানী হোসেন। নতুন সিনেমা অন্তরাত্মা’র মাধ্যমে নতুন বছরে প্রথম সিনেমার শুটিংয়ে নামতে যাচ্ছেন শাকিব খান।

তিনি বলেন, ১ মার্চ থেকে শুটিং শুরু হবে। সেভাবেই প্রস্তুতি নেয়া হচ্ছে।

শাকিব খান বলেন, সিনেমায় গল্প এতো ভালো যে আমার মধ্যে একেবারে গেঁথে গেছে। যখন আমাকে গল্প শোনানো হয় আমি মন্ত্রমুগ্ধের মতো শুনে একেবারেই বলেছি সিনেমাটি আমি করবো। তাছাড়া সোহানী ম্যাডাম যেমন ভালো মানুষ তেমন ভালো একজন প্রযোজক। তার গল্পে অন্যরকম এক ব্যাপার রয়েছে।

‘সত্তা’ সিনেমার মাধ্যমে সোহানী হোসেনের সঙ্গে কাজের অভিজ্ঞতা ওয়ান্ডারফুল বলেও জানান শাকিব খান।

এর আগে শাকিব খানকে নিয়ে ‘শ্যাডো’ নামে একটি সিনেমা করতে চেয়েছিলেন পরিচালক ওয়াজেদ আলী সুমন। পরিচালক সুমন বলেন, শ্যাডো’ আরেক সিনেমা। আপাতত ওটা করছি না। সবকিছু পরিকল্পনা মিললে পরে করতে পারি।

নতুন সিনেমা ‘অন্তরাত্মা’ প্রসঙ্গে ওয়াজেদ আলী সুমন বলেন, মার্চের শুরুতে পাবনা থেকে শুটিং শুরু হবে। শাকিব খান গল্প খুব পছন্দ করেছেন। নায়িকা দর্শনাও চূড়ান্ত। মার্চে টানা শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ হবে। সিনেমাটি ঈদ টার্গেট করে নির্মাণ করতে যাচ্ছি। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদে মুক্তি পাবে ‘অন্তরাত্মা’।

এ দিকে বৃহস্পতিবার ‘লিডার আমিই বাংলাদেশ’ নামের সিনেমায় চুক্তিবদ্ধ হন শাকিব। নায়িকা হিসেবে থাকছেন শবনম বুবলি। ২০ মার্চ শুরু হবে আরটিভির এ ছবি।

‘অন্তরাত্মা’ বাংলাদেশে দর্শনার প্রথম ছবি নয়। এর আগে রোশানের বিপরীতে দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ ছবিতে অভিনয় করেছেন।

/চ্যানেল আই অনলাইন


মন্তব্য করুন