Select Page

বছরের প্রথম উল্লেখযোগ্য ছবি ‘পাগলের মতো ভালোবাসি’

বছরের প্রথম উল্লেখযোগ্য ছবি ‘পাগলের মতো ভালোবাসি’

করোনার কারণে সারা বিশ্বের প্রেক্ষাগৃহ ছবি খরায় ভুগছে। এর মধ্যে বছরের প্রথম দুই মাস শেষ হতে চললেও ঢালিউডে মুক্তি পায়নি উল্লেখ করার মতো কিছু।

সেই খরায় খানিকটা পানি ঢেলে ‍শুক্রবার অল্প কিছু হলে মুক্তি পেল রোমান্টিক-অ্যাকশন ঘরানার ‘পাগলের মতো ভালোবাসি’।

পরিচালনা করেছেন শাহীন সুমন। এক সময় অনেক ব্যবসাসফল ছবি নির্মাণ করেছেন তিনি। এবারের ছবিতে আছেন আসিফ নূর, অধরা খান ও সুমিত সেনগুপ্ত। এটি অধরা অভিনীত প্রথম হলেও মুক্তির দিক থেকে তৃতীয় ছবি।

২০১৬ সালে শুরু হয় ‘পাগলের মতো ভালোবাসি’র শুটিং। ২০২০ সালের মার্চে ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। করোনার কারণে প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়ায় এত দিন মুক্তি দিতে পারেননি নির্মাতা। সব মিলিয়ে শুটিং শুরুর পাঁচ বছর পর মুক্তি পাচ্ছে।

এ নিয়ে অধরা বলছিলেন, “যে ছবির মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম, পাঁচ বছর পর সেই ছবি মুক্তি পাচ্ছে। শেষ পর্যন্ত দর্শক ছবিটি দেখতে পাবেন এটা ভেবেই আনন্দ হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার আহ্বান জানাচ্ছি সবাইকে।”

আসিফ-অধরা-সুমিত ছাড়াও ‘পাগলের মতো ভালোবাসি’তে আছেন ঢালিউডের পরিচিত কিছু মুখ।

ছবিটি পরিবেশনা করছেন শাপলা মিডিয়া।সিনেমাটি পরিবেশনা করছে শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটি জানায়, ঢাকাসহ দেশের ১৮ সিনেমা হলে চলছে ত্রিভুজ প্রেমের এ সিনেমাটি।


মন্তব্য করুন