Select Page

‘সবকিছু পেছনে ফেলে’র প্রথম গান ‘আমার বাংলাদেশ’

‘সবকিছু পেছনে ফেলে’র প্রথম গান ‘আমার বাংলাদেশ’

 15992_10151873467072287_1826943911_nঅ্যাডভেঞ্চার চলচ্চিত্রসব কিছু পেছনে ফেলে’-এর প্রথম গানআমার বাংলাদেশগতকাল থেকে শোনা যাচ্ছে রেডিওতেওয়েবসাইট থেকে ডাউনলোডও করা যাচ্ছে গানটিপর্যটন দিবস উপলক্ষে রেডিও স্বাধীনে গানটি লঞ্চ করা হয়েছে

সবকিছু পেছনে ফেলেচলচ্চিত্রে বাংলাদেশের পর্যটন শিল্পকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে বলে দিনকেই ছবির প্রথম গানটি মুক্তির জন্য উপযুক্ত বলে মনে করছেন চলচ্চিত্রটির নির্মাতা রাজীবুল হোসেন।

শুধু রেডিওতেই নয়, গানটি ডাউনলোড করা যাচ্ছে ইনকারশন মিউজিকের ওয়েবসাইট থেকেও।

আমার বাংলাদেশগানটি লিখেছেন কম্পোজ করেছেন ব্যান্ড ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী। ছবির অন্য গানগুলোও লিখেছেন তিনি এবং কম্পোজিশনে তার সঙ্গে ছিলেন ব্যান্ডের আরেক সদস্য ফারহান সামাদ।

ছবিতে অভিনয় করছেন পাঁচজন নতুন শিল্পী। তারা হলেনসোহেল, মেঘলা, মল্লিকা, অর্ণব অন্তু।পাঁচ তরুণতরুণীর রোমাঞ্চকর ভ্রমণের গল্প নিয়েই তৈরি হচ্ছেসবকিছু পেছনে ফেলে

 


১ টি মন্তব্য

মন্তব্য করুন