Select Page

সবাই ভেবেছিল প্রেম, আসলে ওরা বিয়ে করেছিল চার বছর আগে!

সবাই ভেবেছিল প্রেম, আসলে ওরা বিয়ে করেছিল চার বছর আগে!

অভিনয়শিল্পী জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহীন প্রেম করছেন- অনেক দিন ধরে এই গুঞ্জন ছিল ঢাকার শোবিজে। তারা কখনো খোলাসা করে কিছু বলেননি, তবে তাদের অন্তরঙ্গতা ও একসঙ্গে থাকা ছিল চোখে পড়ার মতো।

এবার জানা গেল চার বছর আগে তারা বিয়ে রয়েছেন। বুধবার  চতুর্থ বিয়ে বার্ষিকী উপলক্ষে কেক কাটার ছবি ফেসবুকে আপলোড করার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

নিজেদের চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে একে অন্যকে শুভেচ্ছাও জানিয়ে সবাইকে চমকে দেন তারা। এরপর ভক্ত-অনুরাগী থেকে সহশিল্পীরা তাদের শুভেচ্ছা জানাতে থাকেন।

বুধবার বেলা একটায় শিহাব শাহীন তার ফেসবুকে মমর সঙ্গে কেক কাটার ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘চতুর্থ বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জাকিয়া বারী মম’। আর মম তাঁর শুভেচ্ছায় স্বামীকে বলেছেন, ‘তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য।’

শিহাব শাহীন জানান, প্রেমের সম্পর্ক শেষে ২০১৫ সালের ২০ নভেম্বর পারিবারিকভাবেই বিয়ে করেছেন তাঁরা।

মম ও শিহাব একসঙ্গে টেলিভিশনে অনেক জনপ্রিয় নাটক ও টেলিফিল্ম উপহার দিয়েছেন। পাশাপাশি এই নির্মাতার একমাত্র সিনেমা ‘ছুঁয়ে দিল মন’-এর নায়িকাও মম। শিগগিরই তাদের নতুন ছবির শুটিং শুরুর কথা রয়েছে।

এটি মম ও শিহাবেরর প্রথম বিয়ে নয়। তাদের আগের সংসারে সন্তান রয়েছে।


মন্তব্য করুন