Select Page

সমালোচিত সেই গান নিয়ে মৌসুমীর বক্তব্য (ভিডিও)

সমালোচিত সেই গান নিয়ে মৌসুমীর বক্তব্য (ভিডিও)

ঢাকাই সিনেমায় সৌন্দর্য বিচারে এগিয়ে থাকবেন মৌসুমী। অভিনয়েও কম যান না। একাধিকবার পেয়েছেন জাতীয় পুরস্কার। এখনো সিনেমার পাশাপাশি টিভিসিতে তার সদর্প পদচারণা।

বাংলা সিনেমার হালের দুর্দশার জন্য অনেক কারণের মধ্যে গত দশকের অশ্লীলতার কথা অনেকেই বলে থাকেন। যেখানে প্রধান তারকাদের অনেকেরই নামে অভিযোগ রয়েছে। এমনকি ‘পরাধীন’ নামের একটি সিনেমার গান নিয়ে মৌসুমীকে অনেকসময় তীরবিদ্ধ করা হয়। যদিও সেই সময়ের রগরগে কাটপিসের তুলনায় এই গানকে অনেক ‘সফট’ই ধরা যায়, কিন্তু মৌসুমীর ইমেজ বিচারে দুর্ঘটনাই হয়তো।

সম্প্রতি অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের ইউটিউব চ্যানেলে ‘মিমস কাস্টডি’ নামের অনুষ্ঠানে আরও অনেক কিছুর সঙ্গে এ বিষয়ে কথা বললেন মৌসুমী।

সেখানে একটি প্রিয় ও একটি অপছন্দের ছবির নাম বলার অনুরোধ হয়। অনেক প্রিয় সিনেমা থাকলেও সেফ জোনে থাকার জন্য মৌসুমী ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর কথা উল্লেখ করেন। আর অপছন্দের ছবির নিয়ে বলতে গিয়ে ‘পরাধীন’ সিনেমার গানটির কথা উল্লেখ করেন।

গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেন শাবানা, আলমগীর, জসিম, রুবেলের মতো খ্যাতিমান তারকারা। সেখানে একটি গান নিয়ে সমালোচনার শিকার হন। মৌসুমী পুরো বিষয়টি বর্ণনা করেন। জানান, দৃশ্যায়নের শুরুতে তিনি বিষয়টি অনুধাবন করতে পারেননি। পরে বুঝতে পারলেও কিছু করার ছিল না। এ কারণে অনেক ভক্ত তাকে ত্যাগও করেছেন।

প্রায় ত্রিশ মিনিটের এই পর্বটি উপভোগ্য। ব্যক্তিগত জীবনের পাশাপাশি সহকর্মীদের নিয়ে মজার মজার কিছু তথ্য দেন তিনি। সমালোচিত সেই গানটির বিস্তারিত ও অন্যান্য প্রসঙ্গে জানতে ভিডিওটি দেখুন …


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Coming Soon
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?

Shares