Select Page

সম্রাটে অপু বিশ্বাস

সম্রাটে অপু বিশ্বাস

Apu Biswasমুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন চলচ্চিত্র সম্রাটে অভিনয় করতে যাচ্ছেন অপু বিশ্বাস। অপুর বিপরীতে অভিনয় করবেন ভারতের বাংলা ও হিন্দি ছবির নায়ক ইন্দ্রনীল। এই ছবিতে আরও থাকবেন শাকিব খান

শাকিব-অপু জুটির ঝুলিতে আরেকটতে ছবি বাড়লো। শাকিব খানের সাথে অভিনয় প্রসঙ্গে এবং এই চলচ্চিত্র সমন্ধে অপু বলেন, ‘আমার প্রায় সব ছবিই শাকিব খানের সঙ্গে। সর্বশেষ কাজ করেছিলাম মান্না ভাইয়ের সঙ্গে। ছবির নাম পিতা মাতার আমানত। মান্না ভাইয়ের মৃত্যুর পর ছবিটি মুক্তি পায়। এরপর আর কারও সঙ্গে কাজ করা হয়নি। এবার ইন্দ্রনীলের সঙ্গে কাজ করব। খুব ভালো লাগছে, কারণ একই ছবিতে শাকিব আর ইন্দ্রনীল দুজনই আছেন।’

এছাড়াও বর্তমানে অপু আরও কয়েকটি নতুন ছবির কাজ শুরু করেছেন। ছবিগুলো হলো মনতাজুর রহমান আকবরের মাই ডার্লিং, উত্তম আকাশের রাজা ফোর টোয়েন্টি, শাহিন সুমনের লাভ ম্যারেজ এবং জি সরকারের লাভ ২০১৪। সব কটি ছবিতেই অপুর বিপরীতে আছেন শাকিব খান।

শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসে অভিনয় করেছেন ৫৯ টি চলচ্চিত্রে।


মন্তব্য করুন