Select Page

সরে দাঁড়ালেন বুবলি!

সরে দাঁড়ালেন বুবলি!

শোনা যাচ্ছে, নতুন একটি সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন জান্নাতুল নাঈম এভ্রিল। তার পরপর জানা গেল ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ থেকে সরে দাঁড়িয়েছেন সুপারস্টারের নিয়মিত নায়িকা শবনম বুবলি।

সম্প্রতি শাপলা মিডিয়ার নির্মিতব্য এ ছবির মহরত হয় বেশ ঘটা করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিব খান, বুবলি, পরিচালক শাহিন সুমনসহ অন্যান্য কলাকুশলী।

সরে দাঁড়ানো প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে বুবলি বলেন, “দেখুন, আমি সবসময় কম কাজ করতে চাই। কারণ সংখ্যায় না কাজের মানে বিশ্বাস করি। ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ ছবিটি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছি। কারণ একই প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে আমার অন্য আরেকটি ছবি নিয়ে বেশ কিছুদিন ধরে কথা হচ্ছে যেটার জন্য আমার অনেক প্রস্তুতির দরকার।”
আরো বলেন, “একসাথে কয়েকটা কাজে মনোযোগ দেয়া আমার জন্য একটু কঠিন হয়ে পড়বে। মূলত সে কারণেই ‘একটি প্রেম দরকার, মাননীয় সরকার’ ছবিটি আমি করছি না।”

বুবলি জানান, প্রযোজনা প্রতিষ্ঠানের দিক থেকেও এই ব্যাপারে আপত্তি নেই।

তবে এ নিয়ে শাপলা মিডিয়ার কোনো মন্তব্য পাওয়া যায়নি। তাই জানাও যায়নি কে হচ্ছেন এ সিনেমার নায়িকা।

ঈদুল ফিতরে মুক্তি পায় বুবলি অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া-নোয়াখাইল্যা মাইয়া’। ছবিটি প্রযোজনা করেছিল শাপলা মিডিয়া। বর্তমানে একই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে ‘ক্যাপ্টেন খান’-এর শুটিং করছেন। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় এ ছবির নায়ক শাকিব খান।


মন্তব্য করুন