Select Page

সাইমন ইন বাপ্পি আউট

সাইমন ইন বাপ্পি আউট

14092205832866

শাহিন সুমন পরিচালিত ‘প্রেম বলে কিছু নেই’ চলচ্চিত্রে অভিনয় করছেন সাইমন। এর আগে বাপ্পি চৌধুরী নিয়ে চলচ্চিত্রটির মহরত হয়েছিল। কিন্তু নানা কারণে পরিচালক বাপ্পির বদলে সাইমনকে নিয়ে শুটিং শুরু করেছেন।

এ চলচ্চিত্রের নায়িকা নবাগতা সানিতা। আরেক নায়ক সুমিত। ত্রিভুজ প্রেমের চলচ্চিত্রটিতে লগ্নি করেছেন নতুন প্রযোজক ফারুক মোল্লা।

‘প্রেম বলে কিছু নেই’ ছবিতে সুযোগ পেয়ে আলোচিত নায়ক সাইমন বেশ আনন্দিত।

জাকির হোসেন রাজুর আবিষ্কার সাইমন বর্তমানে অনেক ছবির কাজ নিয়ে ব্যস্ত। এর মধ্যে উল্লেখযোগ্য হল, চোখের দেখা, পুড়ে যায় মন, চুপিচুপি প্রেম, মাটির পরী, অজান্তে ভালবাসা, তোমার জন্য মন কান্দে, নদীর বুকে চাঁদ ইত্যাদি। এর বাইরে বহুল আলোচিত ছবি ‘রানা প্লাজা’ রয়েছে মুক্তির মিছিলে এবং চুক্তিবদ্ধ হয়ে আছেন এফআই মানিকের ‘সারপ্রাইজ’-এ।


মন্তব্য করুন