Select Page

‘সাইরত’ রিমেকে পূজা, পরিচালক রাজ চক্রবর্তী

‘সাইরত’ রিমেকে পূজা, পরিচালক রাজ চক্রবর্তী

‌কলকাতার ‘দুই পৃথিবী’, ‘বোঝে না সে বোঝে না’, ‘কানামাছি’, ‘পারব না আমি ছাড়তে তোকে’ ছবিগুলোর পরিচালক রাজ চক্রবর্তী ঘুরে গেলেন বাংলাদেশ। শোনা যাচ্ছে, জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে মারাঠি সিনেমা ‘সাইরত’-এর রিমেক করছেন তিনি।

প্রথম আলো জানায়, একদিনের ঝটিকা সফরে বৃহস্পতিবার রাতে ঢাকায় আসেন তিনি। পরের দিন শুক্রবার ঢাকার বিভিন্ন জায়গা ও মানিকগঞ্জে যান। রাজ বললেন, ‘কিছু পরিকল্পনা তো আছেই। এ কারণে ঢাকার বিভিন্ন জায়গা দেখা জরুরি ছিল আমার জন্য। আর একটা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে মিটিংও ছিল। সামনে ভালো কিছু দেখবেন দুই বাংলার দর্শক।’

তবে প্রাথমিকভাবে সেই পরিকল্পনা আটকে আছে লোকেশন দেখা ও আলোচনার মধ্যেই। কিন্তু পূর্ণ বাস্তবায়ন হতে বেশি দিন লাগবে না এমন ইঙ্গিত দিলেন তিনি।

রাজ না জানালেও চাউর হয়ে গেছে, ‘সাইরত’-এর রিমেক করছেন তিনি। নায়িকা থাকছেন পূজা

এ নিয়ে ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকে বলছেন, অনার কিলিং ধারণার উপর নির্মিত হয়েছে ‘সাইরত’। যা বাংলাদেশের সঙ্গে একদমই যায় না।

এদিকে, নায়িকা হিসেবে পূজার প্রথম ছবি ‘পোড়ামন ২’-এর ক্যামেরা চালুর কথা ছিল এপ্রিলে। এখনো সিনেমাটি শুটিং ফ্লোরে যায়নি।


মন্তব্য করুন