Select Page

সাতদিনে সালমানের ৮ সিনেমা

সাতদিনে সালমানের ৮ সিনেমা

সালমান শাহ। বাংলা সিনেমার রাজপুত্র। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর হঠাৎ চলে যান না ফেরার দেশে। রেখে গেছেন ২৭টি চলচ্চিত্র।

আগামী ৬ সেপ্টেম্বর এই নায়কের ২২তম মৃত্যুবার্ষিকী। এই দিবসকে সামনে রেখে আয়োজন করা হচ্ছে ‘সালমান শাহ উৎসব’। আসন্ন ঈদুল আজহায় নাগরিক টিভিতে এটি অনুষ্ঠিত হবে। চ্যানেল সূত্র জানায়, ঈদের সাতদিনে সালমান শাহ অভিনীত ৮টি জনপ্রিয় সিনেমা নিয়ে এই উৎসবের আয়োজন করা হবে।

এরমধ্যে ঈদের দিন সকাল ১০টায় ‘মহামিলন’ এবং দুপুর ১টায় প্রচার হবে ‘সত্যের মৃত্যু নেই’। ঈদের দ্বিতীয় দিন থেকে ৭ম দিন পর্যন্ত দুপুর ১টায় প্রতিদিন প্রচারিত হবে যথাক্রমে ‘স্বপ্নের নায়ক’, ‘জীবন সংসার’, ‘আনন্দ অশ্রু’, ‘স্নেহ’, ‘প্রিয়জন’ ও ‘বিক্ষোভ’।

সালমান শাহ উৎসব করার বিষয়ে নাগরিক টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু বলেন, ‘যেহেতু বাংলা সিনেমায় সালমান শাহ অসম্ভব জনপ্রিয় একজন নায়ক। আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেই দর্শকদের জন্য এই উৎসব করছি। সালমানের প্রায় প্রতিটি ছবিই দর্শকপ্রিয়তা লাভ করেছিল। গত ২২ বছরে অনেক নতুন দর্শক তৈরি হয়েছে, যারা সালমানের নাম শুনেছেন কিন্তু তার সব সিনেমা দেখা হয়ে ওঠেনি। তাই আমরা এমন একটি উৎসবের আয়োজন করেছি।’


মন্তব্য করুন