Select Page

সাতদিন গার্মেন্টসে চাকরি করলেন পূজা

সাতদিন গার্মেন্টসে চাকরি করলেন পূজা

রায়হান রাফির পরিচালনায় ‘দহন’ ছবিতে আগে দুই সিনেমার চেয়ে ভিন্নধর্মী চরিত্রে দেখা দেবেন পূজা চেরি। তাকে দেখা যাবে পোশাক শ্রমিকের চরিত্রে। কিন্তু পূজা জানেন না গার্মেন্টসে চাকরি করা নারীরা কেমন হন।

তাদের আচরণ, হাঁটাচলা, কথাবার্তা ফুটিয়ে তুলতে পূজা সাতদিন একটি গার্মেন্টসে চাকরি করেছেন। সোমবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে ‘দহন’ ছবির মহরতের মঞ্চে দাঁড়িয়ে নায়িকা একথা জানান।

তিনি বলেন, ‘গার্মেন্টসে না গেলে আমি জানতাম না সেখানকার মেয়েরা কেমন হয়। কতটা পরিশ্রম করে তাদের জীবিকা নির্বাহ করতে হয়। সাতদিন একটি গার্মেন্টসে চাকরি করেছি। নিজেকে প্রস্তুত করছি আমার চরিত্রে জন্য।’

‘দহন’ ছবি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। ১৫ মে শুটিং শুরু হবে। এতে আরো অভিনয় করবেন সিয়াম, বাঁধন প্রমুখ। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নবাগত রাজ রিপাকে।

সিনেমাটিতে সিয়াম এক নেশাগ্রস্ত যুবক, অন্যদিকে সাংবাদিক চরিত্রে দেখা যাবে বাঁধনকে। আর সত্য ঘটনা অবলম্বনে ‘দহন’ নির্মাণ হবে— এমন দাবি নির্মাতার।


মন্তব্য করুন