Select Page

সাতাশ দিনে ‘গ্যাংস্টার রিটার্ন’

সাতাশ দিনে ‘গ্যাংস্টার রিটার্ন’

image_1534_368129.gifটেলিভিশনের জনপ্রিয় মুখ অপূর্ব। চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন ইতিমধ্যে। তার প্রথম ছবি গ্যাংস্টার রিটার্ন। সম্প্রতি শেষ করেছেন সেই ছবির শুটিংয়ের কাজ।

এই ছবি নিয়ে একটি সাক্ষাতকারে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেখানে তিনি বলেন, আশিকুর রহমান পরিচালিত ‘গ্যাংস্টার রিটার্ন’ ছবির কাজ গত সপ্তাহে শেষ করেছি। এর দৃশ্যধারণের জন্য আমাদের সময় লেগেছে ২৭ দিন। এর কিছু অংশের কাজ করা হয় কক্সবাজার। সেখানে সপ্তাহখানেক দৃশ্যধারণ হয়েছে। প্রচণ্ড গরমের মধ্যে আমাদের টিমের সবারই গায়ের রঙ পরিবর্তন হয়ে যায়। ছবিটিতে আমি আমার সেরা অভিনয়টাই দেওয়ার চেষ্টা করেছি। অ্যাকশনধর্মী গল্প হওয়ার কারণে ধকলও গেছে বেশি। এমনও হয়েছে, দৃশ্যধারণের সময়ে আমার শরীরের অনেক স্থানে ছিলে গিয়েছিল।

চলচ্চিত্রে তার লক্ষ্য নিয়ে বলেন, ‘গ্যাংস্টার রিটার্ন’ ছবিটির সাফল্যের ওপর নির্ভর করছে অনেক কিছু। আমি সবসময়ই চলচ্চিত্রে কাজ করতে চাই। সত্যি বলতে টেলিভিশনের রোমান্টিক ইমেজের নায়ক ভিন্ন ভিন্ন রূপে বড় পর্দায় হাজি হলে দর্শক বেশ উপভোগ করবেন বলেই আমার মনে হয়। তবে চলচ্চিত্রই একজন অভিনয়শিল্পীর মূল লক্ষ্য হওয়া উচিত।

এই ছবিতে তার বিপরীতে কাজ করছেন মডেল পিয়া। ছবিটি প্রযোজনা করছে এশিয়ান টিভি।

সূত্র: সমকাল


মন্তব্য করুন