Select Page

সাবেক স্বামীর বিমান ছিনতাই নিয়ে সিনেমায় আপত্তি সিমলার

সাবেক স্বামীর বিমান ছিনতাই নিয়ে সিনেমায় আপত্তি সিমলার

বিমান বাংলাদেশের দুবাইগামী উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ ছিনতাইয়ের চেষ্টা করেন অভিনেত্রী সিমলার সাবেক স্বামী পলাশ আহমেদ। কমান্ডো অভিযানে মৃত্যু হয় তার। ২০১৯ সালের বাস্তব সেই ঘটনা নিয়ে ছবি নির্মাণ করতে যাচ্ছেন রাশিদ পলাশ। তা নিয়ে আপত্তি জানালেন জাতীয় পুরস্কার-জয়ী অভিনেত্রী সিমলা।

শোনা যাচ্ছে, সিমলার চরিত্রে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ইয়ামিন হক ববি। তবে এ নিয়ে বিস্তারিত জানাননি এ অভিনেত্রী।

‘ময়ূরপঙ্খী’ নামের ছবিটির নির্মাণে আপত্তি সিমলা কালের কণ্ঠকে বলেন, ‘আমার সঙ্গে কেউ যোগাযোগ করেননি। ঘটনাটি স্পর্শকাতর। আর পলাশের সঙ্গে আমার সংসার হয়েছে অল্প কয়দিন। সেই সামান্য ঘটনায় আমাকে জড়িয়ে ছবি বানালে অনেক ভুল-ভ্রান্তির আশঙ্কা আছে। আমি নির্মাতাকে অনুরোধ করব ছবিটি না বানাতে। আমি জীবনের এই কালো অধ্যায়টা ভুলে যেতে চাই।’

সিমলা আরও বলেন, ‘ছবির প্রযোজক শাহাদাৎ হোসেন লিটন ভাই আমার পূর্বপরিচিত। আশা করছি, তিনি বিষয়টি বুঝবেন।’

সম্প্রতি রাশিদ পলাশ পরিচালিত ‘পদ্মাপুরাণ’ মুক্তি পেয়েছে। তবে এ নির্মাতার প্রথম ছবি ছিল ‘নাইওর’। অসমাপ্ত সেই ছবির অন্যতম নায়িকা ছিলেন সিমলা।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares