Select Page

সারাহ জেরিনের হ্যাটট্রিক

সারাহ জেরিনের হ্যাটট্রিক

image_sarah-jerinআজ মুক্তি পেতে যাচ্ছে সারাহ জেরিনের তৃতীয় চলচ্চিত্র রাজু চৌধুরীরোমিও ২০১৩বাপ্পীবিপরীতে করা ছবিতে তার গ্ল্যামার অভিনয় দেখে মুগ্ধ সেন্সর বোর্ডের কর্মকর্তারাও।

নিজের ছবি সম্পর্কে তিনি বলেন, ‘রোমিও ছবিটি দিয়েই নিজের ক্যারিয়ারের মোড়টা ঘোরাতে চেয়েছি

এর মধ্যে সারাহ  পরপর দুটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন। সায়মন তারিকেরমাটির পরীনাম্বার ওয়ান লাভারবয়ছবি দুটির কাজ শুরু হবে শিগগিরই

বর্তমান ব্যস্ততা নিয়ে জানান, ‘এরই মধ্যে দুদুটি ছবিতে চুক্তিবদ্ধ হলাম।হাতে আরো কিছু ছবির পাণ্ডুলিপি আছে। সেগুলো থেকেও দুতিনটিতে কাজ করব।সব মিলিয়ে বছর আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব বলে বিশ্বাস।

সুত্র: কালের কন্ঠ


Leave a reply