Select Page

সিডনির উৎসবে ‘নো ল্যান্ডস ম্যান’ ও ‘অন্যদিন…’, বিচারক ফারুকী

সিডনির উৎসবে ‘নো ল্যান্ডস ম্যান’ ও ‘অন্যদিন…’, বিচারক ফারুকী

শিরোনাম দেখে ভুল বোঝাবুঝির অবকাশ নেই। মোস্তফা সরয়ার ফারুকী সিডনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবে অংশ নিলেও তার ছবি প্রতিযোগিতা বিভাগে নেই। এ ছাড়া আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র বিভাগে থাকছে কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন...’।

এর আগে ১২ মে জানা যায় উৎসবে প্রদর্শিত হবে ফারুকীর প্রথম ইংরেজি ছবি ‘নো ল্যান্ডস ম্যান’। মঙ্গলবার জানা গেল, উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের পাঁচ বিচারকের একজনও মোস্তফা সরয়ার ফারুকী।

একই উৎসবে বিচাররক যাচ্ছেন ছবি নিয়ে এ বিষয়ে ফারুকী বলেন, ‘নিজের ছবির বিচারকার্য তো নিজে করব না। আমার ছবিটি প্রতিযোগিতা বিভাগে নেই, শুধুই প্রদর্শিত হবে। বিচারক হওয়ার খবরটা আমি আগে থেকেই জানতাম। অফিশিয়াল ঘোষণা না আসায় কাউকে জানাইনি।’

অজি অভিনেতা-পরিচালক ডেভিড ওয়েনহ্যাম জুরিবোর্ডের প্রধান। ফারুকী ছাড়াও জুরিবোর্ডে আরো আছেন বাফটা মনোনয়ন পাওয়া অজি লেখক-নির্মাতা জেনিফার পিডম, গোল্ডেন গ্লোবজয়ী তুর্কি লেখক-পরিচালক-প্রযোজক সেমিহ কাপলানোগ্লু ও টোকিওর কাওয়াকিতা মেমোরিয়াল ফিল্ম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইউকা সাকানো।

সিডনিতে ৮ জুন বসবে এই উৎসব, চলবে ১৯ জুন পর্যন্ত। আসরের সেরা পুরস্কার ‘সিডনি ফিল্ম প্রাইজ’-এর জন্য মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ১২টি ছবি।

১৬ ও ১৯ জুন উৎসবে প্রদর্শিত হবে ‘নো ল্যান্ডস ম্যান’। এ ছাড়া ১৮ জুন প্রদর্শিত হবে কামার আহমাদ সাইমনের হাইব্রিড সিনেমা ‘অন্যদিন…’।

‘নো ল্যান্ডস ম্যান’-এর অজি অভিনেত্রী মেগান মিচেল থাকবেন প্রদর্শনীতে। ছবিটিতে আরো অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী, ঈশা চোপড়া, তাহসান রহমান খানসহ অনেকে। প্রযোজনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী, মেরিনা ফার্নান্দেজ ফেরি, এ আর রহমান, শ্রীহরি সাঠে, নওয়াজউদ্দিন সিদ্দিকী ও নুসরাত ইমরোজ তিশা। সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান।


মন্তব্য করুন