Select Page

সিডিউল জটিলতায় নিপুণ

সিডিউল জটিলতায় নিপুণ

Nipunপ্রায় এক ডজন ছবি হাতে নিয়ে সিডিউল জটিলতায় পড়েছেন নিপুণ। এর জন্য ভুগছেন ছবি পরিচালক-প্রযোজকরা।

এরমধ্যে একটি পদ্মা পাড়ের পার্বতী। এ ছবির গল্প নিপুণের খুব পছন্দ হলেও তিনি কাজ করার সময় বের করতে পারছেন না।

রফিক শিকদার পরিচালিত এ ছবিতে তিনি গত জানুয়ারি মাসে কয়েকদিন শুটিংও করেছেন। সে সময় কথা ছিল, ফেব্রুয়ারি মাসে তিনি আবারো কাজ করবেন। কিন্তু পাঁচ মাস চলে গেলেও তার আর সিডিউল পাওয়া যায়নি।

ইমননিররের বিপরীতে এ ছবি করছেন তিনি। ঢাকার পাশাপাশি রাজশাহী, রাঙামাটি, কক্সবাজারসহ বেশ কটি লোকেশনে ছবির দৃশ্যধারণের কথা রয়েছে।

নিপুণ এর আগেও সিডিউল নিয়ে জটিলতায় পড়েছেন। তবে পরে দিনরাত কাজ করে পরিচালকদের ক্ষতি পুষিয়ে দিয়েছেন। দেখা যাক এবার তিনি সমস্যার সমাধান কিভাবে করেন।

সুত্র: যায় যায় দিন


মন্তব্য করুন