Select Page

সিনেমার জন্য ওজন কমাচ্ছেন আফরান নিশো

সিনেমার জন্য ওজন কমাচ্ছেন আফরান নিশো

ছোট পর্দার জনপ্রিয় তারকা আফরান নিশোকে ঘিরে গুঞ্জন দীর্ঘদিনের। তিন বছর ধরে শোনা যাচ্ছে, বড়পর্দায় আসতে চলেছেন তিনি।

সিনেমা প্রসঙ্গে এতদিন ‘গল্প-চরিত্র সব মিলে গেলেই দেখা যাবে’ বললেও এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

চলতি বছরই সিনেমা নিয়ে সুখবর দেবেন আফরান নিশো। এ কথা নিজেই জানিয়েছেন এ তারকা অভিনেতা।

সম্প্রতি তার ওয়েব সিরিজ ‘কাইজার’ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিশো জানিয়েছেন, ‘এবার সত্যি সত্যিই সিনেমায় দেখা যাবে আমাকে। বেশ কয়েকটি গল্প নিয়ে কাজ করছি, পছন্দও হয়েছে।’

সিনেমার জন্য প্রস্তুতিও নিচ্ছেন বলে জানিয়েছেন নিশো। সেটা তার ভাষ্যে এমন, ‘বডি ট্রান্সফরমেশন শুরু করছি। ওজন কমাচ্ছি। এ বছরের যেকোনো সময় আমার ভক্তদের সিনেমার সুখবরটা দিতে পারব।’

সম্প্রতি নাটকেও কাজ কমিয়ে দিয়েছেন আফরান নিশো, বেশি সময় দিচ্ছেন ওয়েবে। ঈদে মুক্তির অপেক্ষায় আছে তাঁর ‘কাইজার’ ও ‘সিন্ডিকেট’ শিরোনামের দুই সিরিজ।


মন্তব্য করুন