Select Page

পাপ পুণ্য, অমানুষসহ ৭ ছবির প্রিমিয়ার করবে চ্যানেল আই

পাপ পুণ্য, অমানুষসহ ৭ ছবির প্রিমিয়ার করবে চ্যানেল আই

ঈদুল আজহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এবারের অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে ৭টি চলচ্চিত্র।

সিনেমাগুলো চ্যানেল আই দেখাবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত, যা প্রচার হবে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে।

ঈদের দিন

এদিন প্রচার হবে সৈয়দ সালাহউদ্দীন জাকী পরিচালিত রবীন্দ্রনাথ ঠাকুরের (পোস্ট মাস্টার) গল্প অবলম্বনে নির্মিত বাংলা চলচ্চিত্র ‘যা হারিয়ে যায়’। এ ছবিতে অভিনয় করেছেন আফজাল হোসেন, ঝিলিক জান্নাত, তুষার খান, মাসুম বাশার প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন

বছরের বহুল আলোচিত সিনেমা ‘পাপ পুণ্য’। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, ফারজানা চুমকি, সিয়াম, শাহনাজ সুমি প্রমুখ।

ঈদের তৃতীয় দিন

বিদ্যা সিনহা মিম, রোশান অভিনীত বাংলা চলচ্চিত্র ‘কার্নিশ’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন। এটি পরিচালনা করেছেন ছোট পর্দার তারকা নির্মাতা ভিকি জাহেদ।

ঈদের ৪র্থ দিন

এদিন দর্শক দেখতে পারবেন অনন্য মামুন পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘অমানুষ’। অভিনয়ে নিরব, মিথিলা, নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম।

ঈদের ৫ম দিন

রাসেল আহমদ পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘ইস্টিশন’ দেখবেন ঈদের পঞ্চম দিন। এতে অভিনয় করেছেন রেহানা জলি, আমিন সরকার, তানভীর, আফ্রি সেলিনা প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন

ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে জুয়েল ফারসি পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘বড্ড ভালোবাসি’। এ ছবিতে অভিনয় করেছেন অমিতাভ ভট্টাচার্য, বিশ্বজিৎ চক্রবর্তী, সুব্রত, নানা শাহ, কহিনুর প্রমুখ।

ঈদের ৭ম দিন

বাংলা চলচ্চিত্র ‘ইন্দুবালা’ দেখবেন অনুষ্ঠানের শেষ দিন। অভিনয়ে আনিসুর রহমান মিলন, কেয়া পায়েল, ফজলুর রহমান বাবু প্রমুখ। পরিচালনা করেছেন জয়নাল আবেদিন জয় সরকার।


মন্তব্য করুন