Select Page

সিনেমার ভুল : ভুবন মাঝি

সিনেমার ভুল  : ভুবন মাঝি

ভুবন মাঝি” একটি ভালমানের হিস্টোরিকাল ড্রামা মুভি। ভাল যত্ন নিয়ে বানানো হলেও ফাখরুল আরেফিন খান পরিচালিত এই সিনেমার ছোট-বড় ৫টি ভুল আমাদের চোখে পড়েছে…

১. সিনেমার এন্ডিং টাইটেলে ঠিকঠাক থাকলেও স্টার্টিং টাইটেলে ভুল করে অপর্ণা নামটি “অপর্না” এবং চট্টোপাধ্যায় কে “চট্রোপাধ্যায়” লেখা হয়েছে।

২. ১৯৭০ সালের কুষ্টিয়ার একটি দৃশ্যে দেখানো হলো ড্রেজার মেশিনের মাধ্যমে বালু দিয়ে ভরাট করা একটি মাঠ দিয়ে নায়ক-নায়িকা হেঁটে যাচ্ছে। ঐ সময়ে দেশে নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু ভরাট করার প্রচলন ছিল না। :O

৩. অনেক সিনেমার মত এই সিনেমাতেও টিভি চ্যানেলে কোন চ্যানেলের নাম বা লোগো দেওয়া ছিল না 

৪. সোহেল ও তার গার্লফ্রেন্ড নৌকায় বসেই সাইয়ের সাথে কথা বলে ও ভিডিও করে ডকুমেন্টারি বানিয়েছিল। কিন্তু টিভিতে যখন ভিডিওটা দেখানো হলো তখন দেখালো দূর থেকে ঐ তিনজন নৌকায় বসে কথা বলছে। অথচ সোহেলের সাথে তার গার্লফ্রেন্ড ছাড়া আর কোন সহকারী ছিল না আর ভিডিও ক্যামেরা ছিল ঐ গার্লফ্রেন্ডের হাতে। তাহলে নৌকার বাইরে থেকে ঐ দৃশ্য ভিডিও করল কে :O

৫. সম্মিলিত একাডেমি থেকে এক ভদ্রলোক যখন সোহেলকে মোবাইলে কল করে তখন ঘড়িতে সময় ৫টা ২৫। সোহেল কল রিসিভ করে হ্যালো বলতেই ৫টা ৩৫ বেজে গেল :O


মন্তব্য করুন