Select Page

‘সিনেমা’য় রুহী

‘সিনেমা’য় রুহী

rongberong_245687

ছয় মাস পরে দেশে ফিরেছেন রুহী। এসেই ঘোষণা দিলেন নতুন ছবির। মনসুর আলীর ‘সিনেমা’তে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর আগে একই পরিচালকের ‘৭১-এর সংগ্রাম‘ এ অভিনয় করেছেন রুহী।

আগস্ট থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। ছবির কেন্দ্রীয় চরিত্রও রুহী।

তিনি বলেন, “চলচ্চিত্রের পেছনের গল্প নিয়েই ‘সিনেমা’। একজন নায়িকা প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত যে ত্যাগ স্বীকার করে, সেটা নিয়েই গল্প। কলকাতায় ‘গ্ল্যামার’ নামের একটি ছবিতে এ রকম চরিত্রে অভিনয় করেছিলাম। অভিজ্ঞতা থাকায় এবার নিজেকে আরো মেলে ধরতে পারব।”

রুহী অভিনীত শেষ ছবি অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রি‘। সূত্র : কালের কণ্ঠ।


মন্তব্য করুন