Select Page

সিনেমায় ‘সেরা ব্যর্থ প্রেমিক’ হলেও বাস্তবে উল্টো

সিনেমায় ‘সেরা ব্যর্থ প্রেমিক’ হলেও বাস্তবে উল্টো

শতাধিক সিনেমা অভিনয় করলেও মাত্র ১০-১৫টিতে প্রেমে ব্যর্থ হয়েছেন তিনি। তা সত্ত্বেও ‘ব্যর্থ প্রেমিক’ হিসেবেই সবার সামনে হাজির হয় বাপ্পারাজের চেহারা। এ নায়ক জানালেন বাস্তব জীবনে এর উল্টো ঘটেছে, তিনি প্রেমে ভীষণ সফল। তার টানে প্রেমিকাই চলে এসেছেন বিদেশ থেকে।

বাবা দেশের কিংবদন্তি অভিনেতা নায়ক রাজ রাজ্জাকের পরিচালনায় ‘চাঁপাডাঙ্গার বউ’ চলচ্চিত্রের মাধ্যমে ১৯৮৬ সালে অভিনয়ে আসেন বাপ্পারাজ। সে সিনেমায় অসাধারণ অভিনয়ে তিনি সবার মন কেড়ে নেন।

গত ১১ মার্চ ছিল বাপ্পারাজের জন্মদিন। এদিন প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে নিজের সিনেমা ক্যারিয়ার ও জীবন দর্শন নিয়ে কথা বলেন তিনি।

চলচ্চিত্রে আপনাকে ব্যর্থ প্রেমের সফল নায়ক বলা হয়। এটা নিয়ে কী বলবেন? এ প্রশ্নে বাপ্পারাজ বলেন, আমি ওই জায়গায় বেস্ট ছিলাম বলেই সবাই এমনটা বলে থাকেন। আমি ১০০ ছবির মধ্যে ১০–১৫টায় ব্যর্থ প্রেমিকের চরিত্রে অভিনয় করেছি। বাকিগুলো তো নরমাল চরিত্র করেছি। এত ছবির মধ্যে ওই ১০–১৫টা যখন সবকিছু ছাপিয়ে গেছে, লোকে মনে করে, এই ব্যাটা বুঝি ওটাই—ওটাই তো একজন শিল্পীর সফলতা।

এ নিয়ে কোনো মনোবেদনা নেই বলেও জানালেন এ নায়ক। তার মতে, মনোবেদনা থাকারই বা কী আছে। কজনই এমনটা পারে। আমি পারেছি। সফল হয়েছি। আমার ছবিতে হিরো থাকা অবস্থায় স্যাক্রিফাইজ করে ওকে টপকে গেছি, এটা আমার ক্রেডিট না?

তবে সিনেমায় যা-ই হোক, বাস্তব জীবনে সফল প্রেমিক বাপ্পারাজ। তিনি বলেন, বাস্তবে আমি সফল প্রেমিক। আমার জীবনে তো একটা সাংঘাতিক কাহিনি আছে। আমার প্রেমের কাহিনি তো কেউ জানেই না। বাস্তবে প্রেমের টানে তো প্রেমিকা বিদেশ থেকে চলে এসেছে। এরপর বিয়ে করেছি। তাই বলতে পারি, প্রেমের ক্ষেত্রে সবচেয়ে সফল।

সর্বশেষ রায়হান রাফীর ‘পোড়ামন ২’ সিনেমায় সিয়াম আহমেদের বড় ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন বাপ্পারাজ।


মন্তব্য করুন