Select Page

সিয়াম-নুসরাত-রোশান-রিয়াজকে নিয়ে ‘অপারেশন সুন্দরবন’

সিয়াম-নুসরাত-রোশান-রিয়াজকে নিয়ে ‘অপারেশন সুন্দরবন’

কয়েক মাস আগে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার ঘোষণা দেন দীপংকর দীপন। শিগগিরই শুরু হতে যাচ্ছে র‌্যাবের অভিযান নিয়ে এই ছবির দৃশ্যায়ন।

প্রথম আলোর এক প্রতিবেদনে জানা যায়, সুন্দরবন এলাকায় শুক্রবার ছবিটির মহরত হবে। এতে যোগ দেবেন তারকারা।

তবে ফেসবুকে দীপন লেখেন, ‘১ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষনা প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান ২০১৯ – বাগেরহাট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে অনুষ্ঠানে সুন্দরবনকে জলদস্যু মুক্ত করার র‌্যাবের দু:সাহসিক ও বুদ্ধিদীপ্ত অভিযান নিয়ে নির্মিতব্য অপারেশন সুন্দরবন চলচ্চিত্রের শিল্পী ও কলা কুশলীদের পরিচয় করিয়ে দেয়া হবে।

অপারেশর সুন্দরবন ডিসেম্বর- এর শ্যুটিং এর ঠিক আগে আগে ভুক্তভোগী সাথে একটি অন্যরকম আয়োজন দিয়ে সিনেমার চিত্রগ্রহণ শুরু করার পরিকল্পনা আছে।’

কারা অভিনয় করছেন দীপন খোলাসা করেননি। তবে পত্রিকাটি জানান, প্রধান কয়েকটি চরিত্রে থাকছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া ও রোশান। বিশেষ একটি চরিত্র করবেন রিয়াজ আহমেদ। তবে আনুষ্ঠানিক ঘোষণার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

‘ঢাকা অ্যাটাক’-এর দুই বছর পর দীপন শুরু করেন ‘ঢাকা ২০৪০’। বাপ্পী চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা   ও নুসরাত ফারিয়ার ছবিটির কিছু অংশের দৃশ্যায়ন শেষ হয়েছে।

প্রাথমিক ঘোষণায় ‘অপারেশন সুন্দরবন’ নিয়ে দীপংকর দীপন জানান, র‌্যাবের অভিযানের পাশাপাশি সুন্দরবনের সৌন্দর্যকে অন্যভাবে তুলে ধরার চেষ্টা থাকবে এই সিনেমায়।

আরও বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে একসময় জলদস্যুদের অবাধ বিচরণ ছিল। যার ফলে সুন্দরবন নিয়ে সাধারণ মানুষের ভয় ছিল। সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহের জন্য মাছ ধরতে ও মধু সংগ্রহ করতে পারত না। এখন সুন্দরবন দস্যুশূন্য। র‌্যাবের এই দুঃসাহসিক অভিযানকে উপজীব্য করেই নির্মিত হবে “অপারেশন সুন্দরবন”।’

ছবির ৭০ ভাগ শুটিং হবে সুন্দরবনে—এমনটাই জানান পরিচালক। এ জন্য তাকে দেড় বছর ধরে গবেষণা করতে হয়েছে। ভিএফএক্সসহ নতুন খরচ দাঁড়াবে ৪ কোটি টাকার মতো।


মন্তব্য করুন