Select Page

‘সুড়ঙ্গ’ দেখতে যে সব হলে যেতে হবে

‘সুড়ঙ্গ’ দেখতে যে সব হলে যেতে হবে

বেশ হইচই তুলেই চরকির প্রযোজনায় বড়পর্দায় পা রাখছেন আফরান নিশো। রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ দর্শকদের কতটা সন্তুষ্ট করতে পারবে আর মাত্র একদিন পর বোঝা যাবে! সিনেমাটি মুক্তি পাচ্ছে ২৭টি প্রেক্ষাগৃহে।

ঢাকায় মুক্তি পাচ্ছে এই সব হল— স্টার সিনেপ্লেক্সের সবকটি আউটলেট, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও শ্যামলী সিনেমা।

চট্টগ্রামে সিলভার স্ক্রিন, স্টার সিনেপ্লেক্স ও সুগন্ধা হলে দেখা যাবে। রাজশাহীর স্টার সিনেপ্লেক্স, সিলেটের গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, সিরাজগঞ্জের রুটই সিনেক্লাব, বগুড়ার মম ইন, কুলিয়ারচরের আনন্দ, গাজীপুরের বর্ষা, সান্তাহারের পূর্বাশা, ময়মনসিংহের পূরবী, খুলনার লিবার্টি ও শঙ্খ, শেরপুরের সত্যবতী, কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্স, টাঙ্গাইলের স্বাধীনতা কমপ্লেক্স, ভৈরবের মধুমতী এবং নজিপুরের রংধনু।

আরো জানা যায়, পার্শ্ববর্তী দেশ ভারতসহ উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ধীরে ধীরে মুক্তি পাবে সিনেমাটি।

এই ছবিতে নিশোর বিপরীতে আছেন তমা মির্জা। এটি যৌথভাবে প্রযোজনা করেছে চরকি ও আলফা আই। ছবিটির চিত্রনাট্য করেছেন যৌথভাবে নাজিম উদ্ দৌলা ও রায়হান রাফী।


Leave a reply