Select Page

সুন্দরবনের সিংহ বানাবে আন্তর্জাতিকমানের সিনেমা!

সুন্দরবনের সিংহ বানাবে আন্তর্জাতিকমানের সিনেমা!

 

এক সিনেমায় নিজেকে ‘সুন্দরবনের সিংহ’ দাবি করেন শাকিব খান। তার দায় নেহায়েতই চিত্রনাট্যকার ও পরিচালককে দেওয়া গেল! এবার সুন্দরবন প্রসঙ্গে হাস্যরস তৈরি করলেন এই নায়ক নিজেই।

সম্প্রতি একটি ফ্যাশন হাউসের অনুষ্ঠানে গিয়ে ঈদের ছবি ‘পাসওয়ার্ড’ প্রসঙ্গে মন্তব্য করেন এই নায়ক। পরের সেই ভিডিও হয় ভাইরাল।

‘পাসওয়ার্ড’ সম্পর্কে উচ্ছ্বসিত শাকিব বলেন, ‘আমি শাকিব খান দেখাতে চেয়েছি, বাংলাদেশ কেনো; আমাকে যদি সুন্দরবনেও ছেড়ে দেয়া হয় তাহলে সেখানে বসেও ইন্টারন্যাশনালমানের সিনেমা বানিয়ে দেখাতে পারব। আমি যেহেতু সিনেমা সম্পর্কে জানি, এ বিষয়ে ডক্টরেট করা সেহেতু এটা আমার কাছে কোনো বিষয় না।’

সঙ্গে যোগ করেন, “পাসওয়ার্ড’ ছবি দেখে সবাই বলবে, এটি বাংলাদেশর ইন্টারন্যাশনালমানের একটি সিনেমা। এটি শুধু নায়ক শাকিব খানের সিনেমা না, বাংলাদেশের ষোলো কোটি মানুষের সিনেমা। আমার এই ছবির মাধ্যমে আমি জানাতে চেয়েছি, বাংলাদেশে বসেও আমরা ইন্টারন্যাশনালমানের সিনেমা বানাতে।”

এর আগে ‘পাসওয়ার্ড’ পরিচালক মালেক আফসারীর অতি আত্মবিশ্বাসী মন্তব্যের কারণেই ছবিটি নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ হয় সোশ্যাল মিডিয়ায়। এবার তার সাথে যোগ দিলেন ছবির প্রযোজক ও নায়ক শাকিব খান।

এদিকে ঈদে আরো মুক্তি পাবে শাকিব অভিনীত আরেক ছবি ‘নোলক’। কিন্তু তিনি বরাবরই নিজের প্রযোজককে নিষ্কন্টক রাখতে ছবিটির মুক্তিতে বিরোধিতা করে আসছেন। এর সঙ্গে তাল মেলাচ্ছেন অন্ধ ভক্তরা।

২৮ মে শাকিব খানের প্রথম সিনেমা মুক্তির দুই দশক পূর্ণ হচ্ছে। নায়ককে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনেকে সুন্দরবন নিয়ে চর্চা করছেন।


মন্তব্য করুন