Select Page

সেন্সরে আটকে আছে ‘মর থেঙ্গারি’

সেন্সরে আটকে আছে ‘মর থেঙ্গারি’

mor_thengari

সরকারি বাঁধার মুখে পড়েছে চাকমা ভাষায় তৈরি প্রথম চলচ্চিত্র `মর থেঙ্গারি’ বা ‘আমার বাইসাইকেল’। সেনাবাহিনী সংশ্লিষ্ট কিছু বিষয়বস্তু নিয়েই না-কি এমন বিপত্তি। তাই ৬ মাসেও সেন্সর মেলেনি বলে অভিযোগ করেছেন পরিচালক অং রাখাইন।

এ দিকে বাংলাদেশ সেন্সর বোর্ডের কর্মকর্তারা জানান, কোনোরকম অনুমতি ছাড়াই ‘মর থেঙ্গারি’ বাংলাদেশে প্রদর্শিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে তদন্ত হচ্ছে। তাই ছবিটি সেন্সর সূচিতে আসতে দেরি হচ্ছে।

অং রাখাইন ‘মর থেঙ্গারি’ নামের এই চাকমা ভাষার চলচ্চিত্রটি নিয়ে তিনি কাজ করেছেন দশ বছর। এরপর ২০১২ সালে ছবিটির শুটিং শুরু হয়। ২০১৪ সালের ডিসেম্বরে ঢাকার একটি চলচ্চিত্র উৎসবে প্রথমবারের এটি প্রদর্শন করেন। পরবর্তীতে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ফিল্ম ক্লাবগুলোতে ঘরোয়া ভাবে ছবিটি প্রদর্শন হয়।

পার্বত্য অঞ্চলে চাকমা জনগোষ্ঠীর জীবনযাত্রা নিয়েই ‘মর থেঙ্গারি’ ছায়াছবির বিষয়বস্তু। একটি বাইসাইকেলকে কেন্দ্র করে যার কাহিনী গড়ে ওঠেছে। তবে ছবিটিতে একটি নিরাপত্তা বাহিনীর প্রতীকী উপস্থিতি দেখানো হয়েছে।


মন্তব্য করুন