Select Page

সেপ্টেম্বরে শুরু ‘অপারেশন অগ্নিপথ’

সেপ্টেম্বরে শুরু ‘অপারেশন অগ্নিপথ’

shakib-khan

কয়েক মাসে আগেই শুরুর কথা ছিল ‘অপারেশন অগ্নিপথ’র। নায়ক শাকিব খানের যৌথ প্রযোজনা ও নির্মাতা আশিকুর রহমানের পড়াশুনার ব্যস্ততায় তা হয়ে ওঠেনি। প্রযোজক জানে আলম জানালেন, খানিকটা দেরি হলেও সিনেমাটি শুটিং ফ্লোরে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। খবর মানবজমিন।

তিনি বলেন, ‘আগে শুরু করার চেষ্টা থাকলেও নানা কারণে তা সম্ভব হয়নি। তবে এবার সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে।’

‘অপারেশন অগ্নিপথ’-এ শাকিবের বিপরীতে দেখা যাবে শিবা আলী খানকে। এর মাধ্যমে ‘স্টোরি অব সামারা’র নায়িকা বড় ব্রেক পেতে যাচ্ছেন।

এদিকে পরিচালক আশিকুর বলেন, ‘আমি বর্তমানে অস্ট্রেলিয়ায় মাস্টার্স করছি। এজন্য ছবির শুটিংয়ে বিলম্ব হচ্ছে। খুব শিগগিরই এ ছবির কাজ শুরু করবো। এজন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।’

ছবিটি পরিচালনা করার পাশাপাশি কাহিনীও লিখেছেন আশিকুর। ‘অপারেশন অগ্নিপথ’-এ জুলফিকার আলী নামে এক মাফিয়া ডনের চরিত্রে মিশা সওদাগর এবং গোয়েন্দা চরিত্রে অভিনয় করবেন শাকিব। মাফিয়া ডন জুলফিকার আলী খান থাকেন বিদেশে। কিন্তু ঢাকায় তার নির্দেশে ঘটছে অপরাধমূলক কাজ। তিনি চান দেশকে অচল করে দিতে। জুলফিকার ও এজেন্ট রানার সঙ্গে ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা।


মন্তব্য করুন