Select Page

সেফটিপিনে প্রসূন আজাদ

সেফটিপিনে প্রসূন আজাদ

prosun-azad

লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে আসা প্রসূন আজাদের প্রথম ছবি ছিল কাজী হায়াৎ পরিচালিত ‘সর্বনাশা ইয়াবা’। এ বছর মুক্তি পেয়েছে দ্বিতীয় ‘অচেনা হৃদয়’। এ ছাড়া ‘ইউ-টার্ন’ এর আইটেম গানে দেখা গেছে তাকে। সম্প্রতি বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন ‘মুসাফির’ চরিত্রে। এবার আবারো প্রধান নায়িকা হয়ে ফিরছেন ‘সেফটিপিন’ এ।

‘সেফটিফিন’ পরিচালনা করছেন দেবজ্যোতি ভক্ত। এখানে আরজে নীরবের বিপরীতে দেখা যাবে প্রসূনকে।

২৭ জুন থেকে এ ছবির শুটিং শুরু হবে। ঢাকা, কক্সবাজার ও মুন্সীগঞ্জের মনোরম লোকেশনে এর শুটিং করার পরিকল্পনা করেছেন পরিচালক।

এ বিষয়ে প্রসূন মানবজমিনকে বলেন, ‘এ ছবির কাহিনী অনেক চমৎকার। আমার খুব ভাল লেগেছে। ছবির গল্পে দেখা যাবে একজন মুসলিম মেয়ে হয়ে হিন্দু ছেলেকে ভালবাসি। ভালবেসে বিপাকে পড়তে হয় আমাদের। আমাদের সম্পর্ক নিয়ে সমাজের নানা রক্তচক্ষুর সম্মুখীন হতে হয়। এই বাধার মধ্যেই নানা কাহিনীর মধ্য দিয়ে এগিয়ে যায় ছবি।’


মন্তব্য করুন