Select Page

সেলিমের নতুন ছবিতে জুটি বাঁধছেন রাজ-ফারিয়া

সেলিমের নতুন ছবিতে জুটি বাঁধছেন রাজ-ফারিয়া

গিয়াসউদ্দিন সেলিমের নতুন ছবি ‘গুনিন’-এ অভিনয় করছেন নুসরাত ফারিয়া। এ খবর বেশ পুরোনো। নতুন খবর হলো, শনিবার এ ছবির জন্য চুক্তিবদ্ধ হলেন নায়িকা। একই দিন জানা যায়, এ ছবিতে ফারিয়ার বিপরীতে থাকছেন শরিফুল রাজ

সম্প্রতি ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মের অন্য তিন অভিনেতার সঙ্গে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন রাজ। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোট গল্প ‘গুনিন’-ই পর্দায় ফুটিয়ে তোলা হবে সিনেমা আকারে। বেশ কয়েক দশক আগের কাহিনি ওঠে আসবে এতে।

বাংলা ট্রিবিউনকে পরিচালক সেলিম বলেন, ‘আমরা অক্টোবরে শুটিং শুরু করবো। ইতোমধ্যে রাজ, ইরেশ যাকের, মনোয়ার আজাদ আবুল কালাম পাভেল চুক্তিবদ্ধ হয়েছেন। আজ (২৮ আগস্ট) হলেন ফারিয়া। সব প্রস্তুতি সম্পন্ন করেই শুটিং ফ্লোরে যাব আমরা।’

এ ছবির মাধ্যমে এবারই প্রথম একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন রাজ ও ফারিয়া।

এতে আরও অভিনয় করছেন ইরেশ যাকের, মনোয়ার, আজাদ আবুল কালাম পাভেলসহ অনেকে।

ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য ‘গুনিন’ তৈরি হবে। যা পুরোপুরি ফিচার চলচ্চিত্র। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হবে এর শুটিং।

গিয়াসউদ্দিন সেলিম নির্মিত দ্বিতীয় ছবি মুক্তি পেয়েছে চার বছর হলো। মুক্তির অপেক্ষায় আছে ‘পাপ-পূণ্য’। এ ছাড়া সরকারি অনুদানের ‘কাজল রেখা’র প্রস্তুতি চলছে।


মন্তব্য করুন