Select Page

সৈকত নাসিরের আরেকটি স্মার্ট টিজার, ইম্প্রেসিভ নিরব-বুবলি-তাসকিন

সৈকত নাসিরের আরেকটি স্মার্ট টিজার, ইম্প্রেসিভ নিরব-বুবলি-তাসকিন

স্টাইলিশ নির্মাতা হিসেবেই সৈকত নাসিরের পরিচয়। নির্মাণ যা-ই হোক, টিজারে চমকে দিতে জুড়ি নেই তার। তেমন একটি চমক ‘ক্যাসিনো’।

এ ছবির মাধ্যমে ‘স্বামী’ শাকিব খান বলয়ের বাইরে গিয়ে প্রথমবার অন্য নায়কের সঙ্গে চুক্তিবদ্ধ হয় শবনম বুবলি। ‘ক্যাসিনো’র নায়ক নিরব, খলনায়ক তাকসিন রহমান।

গত বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হতেই প্রশংসা কুড়াচ্ছে ছবির ১ মিনিট।

অ্যাকশন-রহস্য মিলিয়ে বরাবরের মতো উত্তেজনাকর কিছুর আভাস। অ্যাকশন অবতারে হাজির নিরব। রহস্যময়ী বুবলি। আর অ্যান্টি চরিত্রে অনেকদিন পর ফর্মে ফেরার আভাস দিলেন তাসকিন।

অবশ্য যত গর্জে তত বর্ষে কি না, তার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। এখনো প্রকাশ্যে আসেনি ‘ক্যাসিনো’র মুক্তির দিনক্ষণ।

এই ছবির গল্প-চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। এতে আরও অভিনয় করেছেন দোয়েল ম্যাশ, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ। সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত ছবিটি পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া।


মন্তব্য করুন