Select Page

সোমেশ্বর অলি কি শুধুই গীতিকার?

সোমেশ্বর অলি কি শুধুই গীতিকার?

আজ সোমেশ্বর অলির জন্মদিন। সোমেশ্বর অলির পরিচয়, এদেশের অনেক অসামান্য গানের গীতিকার। কিন্তু সে কি শুধুই গীতিকার? ফেসবুকের বাইরে পত্রিকার সাহিত্য পাতার যেসব পাঠক দুই দশক আগে  কবিতা পড়তেন, তাদের কাছে সোমেশ্বর অলি একজন প্রকৃত কবি। কবি হিসেবেই তার খ্যাতি ছড়াবার কথা ছিল। যদিও খ্যাতির জন্য কাড়াকাড়ির দুনিয়ায় অলি কখনো কোথাও সামান্য সুবিধা চায়নি। সে এড়িয়ে গেছে প্রচারমাধ্যম ও বিভিন্ন লোভনীয় অফার।

সোমেশ্বর অলিকে যারা তুমুল ঈর্ষা করে, আমি তাদের চোখে-মুখে দেখেছি অন্য আলো। তাদের ঈর্ষার ভেতর দিয়ে স্পষ্ট দেখা যায়, ‘শালা এই মালটার মতো দুইটা লাইন লিখতে পারতাম’!  অলিকে যারা মেনে নেয়, আমি তাদের চোখে-মুখে দেখেছি বিষাদের আনন্দ, ভীষণ কোষ্ঠকাঠিন্য নিয়ে তারা স্বীকার করে ‘হ্যা, ভালোই লেখে’। যে কারো লেখা যদি হয় আলাদা কিছু, সেটা ‘ভালোই’ শব্দে হালকা করা অন্যায়।

বিশ্বসাহিত্যের অবাক পাঠক আমার আম্মা এখনো ষোলো বছর আগের এক পত্রিকার ঈদ সংখ্যায় প্রকাশিত সোমেশ্বর অলির লেখা গল্প ‘প্রায় মানুষ প্রায় প্রাণী’র কথা বিস্ময় নিয়ে উল্লেখ  করেন। মানে ওই গল্পটা পড়লে আপনাদের মনে হতে পারে, তার গল্পকার হওয়া প্রয়োজন ছিল, অন্য কিছু নয়।

অলি কবিতার বই করে নাই, অলি গল্পে সিরিয়াস হয় নাই, সিনেমার যেসব ভাবনা মাথায় নিয়ে ঘুরতো সেসব সম্ভবত ভুলে গেছে। অলি কোথায় আছে? নয়টা-পাঁচটা পরিচ্ছন্ন স্মার্ট একটা চাকরিতে, শিল্প সংস্কৃতির সবচেয়ে গরিব জায়গা গান লেখায়, আর আছে ভীষণ সুখী একটা ছোটো সংসারে।

যে সোমেশ্বর অলি নেত্রকোনা থেকে ঢাকায় এসেছিল নিজের কবিতাকে সারা দুনিয়ায় ছড়িয়ে দিতে কিংবা নিজের উপর নাজিল হওয়া অদ্ভুত সব গল্প সিনেমায় যুক্ত করে দুনিয়া শাসন করতে, সেই সোমেশ্বর অলির পরিচয় সে একজন সফল গীতিকার। যেমন আমাকে দিয়েছে লিখে ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’।

আমি তার সম্পর্কে যত গভীরভাবে জানি, এর দশভাগের একভাগ কেউ জানে না। সেই জানার জায়গা থেকে বলছি, সোমেশ্বর অলি স্বাভাবিক মানুষ না। সে একটা পৃথক সত্ত্বা। আজকের এই দিনে সে দুনিয়ায় এসেছিল প্রথম। শুভ জন্মদিন অলি। কবিতার একটা বই করিস প্লিজ।


Leave a reply