Select Page

স্থিরচিত্রগ্রাহক মিস্টারের ইন্তেকাল

স্থিরচিত্রগ্রাহক মিস্টারের ইন্তেকাল

63395_e6বাংলাদেশের চলচ্চিত্রের প্রবীণ স্থিরচিত্রগ্রাহক মুর্তজা হোসেন মিস্টার গত ১৮ই জুলাই ভোর ৪টায় পুরনো ঢাকার আগানওয়ার দেউরির নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….. রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

তিনি ‘ধন্যি মেয়ে’, ‘চাষীর মেয়ে’, ‘অপবাদ’সহ অসংখ্য ছবিতে স্থিরচিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন।

মুর্তজা হোসেন মিস্টারের পিতা মরহুম মোস্তফা হোসেন মুম্বই থেকে ঢাকায় এসেছিলেন নাট্যপরিচালক হিসেবে। তিনি লায়ন থিয়েটারে নাট্যপরিচালক হিসেবে চাকরি নেন। মুর্তজা হোসেন মিস্টার বাবার কাছে স্থিরচিত্রগ্রাহক হিসেবে হাতেখড়ি নেন। পরে চলচ্চিত্রে যোগ দেন।

মিস্টারের মৃত্যুতে চলচ্চিত্রশিল্পে গভীর শোকের ছায়া নেমে আসে। সবাই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন