Select Page

স্পন্সর চান ‘বিউটি সার্কাস’ নির্মাতা

স্পন্সর চান ‘বিউটি সার্কাস’ নির্মাতা

চলতি বছরের ৬ ফেব্রুয়ারি থেকে টানা দশদিন শুটিং শেষে নওগাঁর সাপাহার গ্রাম থেকে ফেরে ‌’বিউটি সাকার্স‘র শুটিং টিম। পেছনে বিশাল কর্মযজ্ঞের স্মৃতি। হাজার মানুষের অংশগ্রহণে সম্পূর্ণ ভিন্নধর্মী এক চরিত্রে আবির্ভূত হয়েছিলেন জয়া আহসান। সরকারি অনুদানের সেই সিনেমা পড়েছে অর্থ সংকটে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর।

এর মধ্যে ত্রিশ শতাংশ শুটিংয়ের কাজ শেষ করেছেন নির্মাতা মাহমুদ দিদার। কিন্তু বাকি শুটিংয়ের আগেই হাতে টান পড়েছে তার। বললেন, “দুইশ জনের বিশাল টিমের পাশাপাশি হাজারও মানুষের একটি মেলার আয়োজন করতে হয়েছে। আয়োজনে ‘সার্কাস’এর সত্যিকার রূপ দিতে গিয়ে অর্থ সংকট তৈরি হয়েছে। এখন শীতের জন্য অপেক্ষা। ‘বিউটি সার্কাস’ নির্মাণ সম্পন্ন করতে ব্যক্তিগত-প্রাতিষ্ঠানিক স্পন্সর চাইছি। যদি কেউ চান এই সিনেমার সাফল্য ব্যর্থতার সহযোদ্ধা হতে পারবেন।”

নির্মাতার ভাষ্যে, “এমন কিছু মানুষের সন্ধানে আছি যারা সিনেমাটা করতে আমাকে সাহায্য করবে। আমি আমার সিনেমাটা করতে চাই। সেটা জনমানসে একটা কালচারাল চিহ্ন আকারে দাঁড়িয়ে যাবে। তাই অর্থনৈতিক সাহায্য খুব দরকার। বড় অর্থায়ন চাই।”

জয়ার সঙ্গে এ চলচ্চিত্রে আরও অভিনয় করছেন, চিত্রনায়ক ফেরদৌস, তৌকির আহমেদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু প্রমুখ। সরকারি অনুদানের চলচ্চিত্রটির প্রযোজনা সহযোগী হিসেবে আছে ইমপ্রেস টেলিফিল্ম।


মন্তব্য করুন