Select Page

স্বপ্নজালের গান : এমন করে বলছি

স্বপ্নজালের গান : এমন করে বলছি

কথা-সুর-দৃশ্যের মাদকতায় চোখ-কান ভরিয়ে দিল ‘স্বপ্নজাল‘ সিনেমার প্রথম গান, যার শিরোনাম ‘এমন করে বলছি’। এ ধরনের গান ঢালিউডে খুব একটা শোনা যায়নি। তার স্বাদ দিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম।

অনেকদিন ধরে জোর আলোচনা চলছিল, ‘স্বপ্নজাল’ এর গান প্রকাশ করছেন না কেন সেলিম? একদম শেষ মুহূর্তে এসে সুরে ভরিয়ে দিলেন প্রাণ।

‘এমন করে বলছি’ লিখেছেন উম্মে রায়হানা মুমু। নিজের সুরে রাশেদ শরীফ শোয়েব কণ্ঠ দিয়েছেন আরমিন মুসার সঙ্গে। দুজন এ প্রথম গাইলেন বাংলাদেশি সিনেমার জন্য। পাশাপাশি মুমুও প্রথম লিখলেন।

গানটিতে সিনেমার প্রধান দুই চরিত্র পরী মনি ও ইয়াশ রোহানকে দেখা গেল দারুণ সব লোকেশনে। আর রোমান্স করেছেন চুটিয়ে। তাদের রসায়ন ভালোই জমেছে- তা বুঝিয়ে দিল ‘এমন করে বলছি’।

সেলিম সিনেমার জন্য একটু আফট্র্যাক গান বেছে নেন- সেটা ‘মনপুরা’য় ঢের বোঝা গেছে। ‘স্বপ্নজাল’ তাই বলছে।

‘স্বপ্নজাল’ মুক্তি পাচ্ছে ৬ এপ্রিল। পাঠক গানটি দেখুন আর আমার প্রত্যাশার কথা ও কেমন লাগল জানান আমাদের।


মন্তব্য করুন