Select Page

‘স্বপ্নবাড়ি’ শুরু

‘স্বপ্নবাড়ি’ শুরু

milon-mamo

‘স্বপ্নবাড়ি’র জন্য রবিবার সিনে ক্যামেরার সামনে দাঁড়াবেন জাকিয়া বারী মম। সিনেমাটি পরিচালনা করছেন তানিম রহমান অংশু।

মানবজমিন জানায়, রাজধানীর হাতিরপুল রাস্তাসংলগ্ন একটি ভবনের উপরে সেট বানানো হয়েছে। সেখানেই টানা কাজ চলবে।

‌‘স্বপ্নবাড়ি’তে মমর বিপরীতে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন

সিনেমাটিতে দেখা যাবে, এক দম্পতি একটি বাড়ি ভাড়া নেয়। আর এরপর সেই বাড়িতে ঘটতে থাকে নানা ঘটনা। এর পেছনে লুকিয়ে আছে রহস্য। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এই দম্পতির কাছ থেকে বেরিয়ে আসে কিছু সত্য।

ছোটপর্দায় মম ও মিলন একসঙ্গে অনেক নাটকেই অভিনয় করেছেন। বড়পর্দায়ও তাদের একসঙ্গে দেখা গেছে ‘প্রেম করব তোমার সঙ্গে’ ছবিতে।


মন্তব্য করুন