Select Page

স্বাধীনতা দিবসের চার নাটক

স্বাধীনতা দিবসের চার নাটক

স্বাধীনতা, বিজয় কিংবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল টেলিভিশন চ্যানেলই বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে থাকে। নির্মাতারাও এ সকল দিবসকে সামনে রেখে নাটক এবং অনুষ্ঠান নির্মান করেন। বাংলাদেশের ৪৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে এবারও অনেক অনুষ্ঠান নির্মিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য নাটক হল ‘মুখের দিকে দেখি’, ‘মুক্তির ছোট গল্প’, ‘পুনশ্চ: জয়ীতা’ এবং ‘জন্ম’।

মুখের দিকে দেখি

মুক্তিযোদ্ধা ওয়াহেদ উদ্দিন পুরানো একটি বাড়িতে নি:সঙ্গ জীবন যাপন করেন। তার একমাত্র ছেলে মিনার অনেকদিন পরে বিদেশ থেকে বউ নিয়ে দেশে ফিরে এবং পুরানো বাড়ি বিক্রি করে বাবাকে নিয়ে যেতে চায়। কিন্তু ওয়াহেদ উদ্দিন এই বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। তিনি ছিঁড়ে ফেলেন বাড়ি বিক্রির চুক্তিনামা। ছেলে এবং তার বৌ বাবাকে ছাড়াই ফিরে যায়, রেখে যায় একটি সিডি। রাতে ওয়াহেদ উদ্দিন এই সিডি দেখে বিস্মিত, আবেগ আক্রান্ত হয়ে পড়ে।

মাহমুদ দিদারের গল্প অবলম্বনে ‘মুখের দিকে দেখি’ নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন সেরনিয়াবাদ শাওন। মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ। ছেলে মিনার চরিত্রে নাঈম এবং তার স্ত্রীর চরিত্রে নাদিয়া মিম।

নাটকটি ২৬ মার্চ রবিবার এনটিভিতে রাত ৯টা ০৫ মিনিটে প্রচার হবে।

মুক্তির ছোট গল্প

যুদ্ধাহত এক বীর মুক্তিযোদ্ধার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘মুক্তির ছোট গল্প’। মুক্তিযোদ্ধা মতিনের বোন মুক্তি মতিনকে মুক্তিযোদ্ধা পূর্নবাসন কেন্দ্রে না পাঠিয়ে বিয়ের পর স্বামীর বাড়ি নিয়ে আসে। কয়েক মাস না যেতেই মতিনের উপর বিরক্ত হয়ে মুক্তির উপর মানসিক নির্যাতন শুরু করে মুক্তির স্বামী রফিক। এই নিয়ে ভাইয়ের পক্ষ হয়ে স্বামী রফিকের সাথে মুক্তির প্রায়ই ঝগড়া হয়।

মুক্তির ছোট গল্প লিখেছেন দৌলত হোসাইন। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মো. মামুন খান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সানজিদা প্রীতি, দৌলত, খলিলুর রহমান কাদেরী,ফরহাদ ঠাকুর ও সায়কা আহমেদ’সহ অনেকে।

২৬ই মার্চ একুশে টিভিতে রাত ১০টায় নাটকটি দেখানো হবে।

জন্ম

বিজয়ের কিছুদিন পর। গ্রামের নদীতে নৌকা বাইছিলেন একজন মাঝি। আহাজারি শুনে এগিয়ে এসে দেখতে পায় মেয়েটি প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছে। তাকে কোলে করে নৌকায় নিয়ে আসে। একটু পরে মেয়েটি একটি কন্যা সন্তান প্রসব করে। ক্ষুধায় বাচ্চা কাঁদতে থাকে কিন্তু মেয়েটি তার দিকে তাকিয়ে দেখেও না।

রায়হান খান রচিত ও পরিচালিত নাটকটির নাম ‘জন্ম’। অভিনয় করেছেন মোশাররফ করিম ও তার স্ত্রী রোবেনা রেজা জুঁই

এটিএন বাংলায় ২৬ মার্চ রাত ৮টায় প্রচার হবে নাটকটি।

পুনশ্চ: জয়ীতা

জয়ীতা একজন ফিল্মমেকার। তার মা একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের উপর সে একটি চলচ্চিত্র নির্মান করে। এ সময় সুজন কবিরের সাথে তার পরিচয় এবং সম্পর্ক তৈরি হয়। সুজন কবির তার চলচ্চিত্রের গল্প লেখক। একসময় জানা যায় জয়ীতা বীরাঙ্গনার সন্তান।

শ্রাবনী ফেরদৌসের এমন গল্প নিয়ে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন শুভ্র খান। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, তারিন, জাহাস, ডলি জহুর, আল মামুন, খায়রুল টিপু, আশরাফুল আশীষ, মাধবী লতা, এমদাদ, শপথ’সহ অনেকে।

নাটকটি ২৬ মার্চ আরটিভিতে রাত ৮ টা ১০ মিনিটে প্রচারিত হবে।


মন্তব্য করুন