Select Page

হঠাৎ খবরে লিমা

হঠাৎ খবরে লিমা

সালমান শাহর দুই সিনেমার (কন্যাদান ও প্রেমযুদ্ধ) নায়িকা ছিলেন লিমা। অন্তত এই কারণে হলেও তাকে মনে রাখবে দর্শকেরা। তবে নব্বই দশকে লিমা যথেষ্ট জনপ্রিয় ছিলেন, ছিল ভক্তশ্রেণীও। বরাবরই অভিনয় করেছেন প্রথম সারির নায়কদের বিপরীতে।

মাত্র ৮ বছরের অভিনয়জীবনে ২৫টি সিনেমায় অভিনয় করেন লিমা। ১৯৯৮ সালের শেষের দিকে হঠাৎ অভিনয় থেকে দূরে চলে যান। এর তাকে নিয়ে ভক্তদের মাঝে অনেক চর্চা হয়েছে। এবার ২১ বছর পর তার খবর জানালো প্রথম আলো

প্রতিবেদক জানান, দুই সপ্তাহ চেষ্টার পর পরিবারের সাহায্যে লিমার সঙ্গে দেখা করার সুযোগ পান।

অভিনয় থেকে সরে যাওয়া প্রসঙ্গে লিমা বলেন, ‘আমার পরিবার একদমই সাদামাটা। বাবা প্রথম দিকে চাইতেন অভিনয় করি, তাই শখের বশে অভিনয়ে আসি। অভিনয় করতে করতে একসময় মোটা হয়ে যাচ্ছিলাম। স্থূলতা দিন দিন বাড়ছিল। অন্যদিকে বাবাও পারিপার্শ্বিক চাপে চাইছিলেন না আর অভিনয় করি। তখন নিজের সিদ্ধান্তেই অভিনয় থেকে সরে আসি।’

কোনো অভিমান কি ছিল? জবাবে লিমা খানিকটা দীর্ঘশ্বাস ছাড়েন। এরপর হঠাৎ হেসে বলেন, ‘অনেকে মনে করে, কোনো অভিমান থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। কিন্ত আমার কারও ওপর কোনো অভিমান নেই। সিমপ্লি ব্যক্তিগত কারণ।’

অভিনয় ছাড়ার পর লিমা মোহাম্মদপুরে বিউটি পারলারের ব্যবসার সঙ্গে যুক্ত হন। এরপর টানা ২১ বছর লিমা সিনেমার কারও সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি।

লিমার পারিবারিক নাম শামীমা আলি লিমা। জন্ম ২২ সেপ্টেম্বর ১৯৭৯, কুমিল্লার দাউদকান্দি, বর্তমানে তিতাস থানায়। বেড়ে ওঠা ঢাকায়। তিন বোনের মধ্যে লিমা সবার বড়। লিমার অভিনয় শুরু শৈশব থেকেই। বাবা একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে যুদ্ধের পর ঢাকায় ব্যবসা শুরু করেন। মোহর আলী ছিলেন শিল্পমনস্ক। মোহাম্মদপুরে থাকতেই ‘কুট্টি ভাই’ নামে একজনের সঙ্গে মোহর আলীর পরিচয় হয়। তিনি বাংলাদেশ টেলিভিশনের প্রকৌশলী ছিলেন। তিনিই লিমাকে দেখে বিটিভির অঙ্কুর অনুষ্ঠানে যোগ দিতে বলেন। অঙ্কুরের মধ্যমেই লিমার অভিনয়ের শুরু। তখন লিমার বয়স ৯ বছর। লিমা ক্রমেই অভিনয়, নাচ, গানে ভালো করতে থাকেন। এরপর যুক্ত হন সিনেমায়।

লিমা প্রথম নায়িকা চরিত্রে সিনেমায় অভিনয় করেন মাত্র ১৪ বছর বয়সে। কমল সরকার পরিচালিত ছবিটির নাম ‘সুখের আগুন’। ব্যবসায়িকভাবে সেভাবে সফল না হলেও প্রথম ছবিতেই লিমার অভিনয় নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর দৃষ্টিগোচর হয়। পরবর্তীকালে ১৯৯৩ সাল থেকে লিমা সবচেয়ে বেশি দেলোয়ার জাহান ঝন্টুর ছবিতে অভিনয় করেন। এরপর টানা ৮ বছরে ২৫টির মতো ছবিতে অভিনয় করেছেন লিমা। বেশির ভাগ ছবি ছিল ব্যবসাসফল। লিমা বলেন, ‘আমি কখনো ভাবিনি, এতটা খ্যাতি সিনেমা থেকে আমি পাব।’ অভিনয়ে তাঁর ব্যস্ততা দিন দিন বাড়তে থাকে।

লিমার ক্যারিয়ার পুরোপুরি বদলে দেয় নব্বই দশকের জনপ্রিয় ছবি ‘প্রেমগীত’। ছবিটি ১৯৯৩ সালে মুক্তি পায়। ছবিটির নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। এ ছবি দিয়ে জনপ্রিয় সারির অভিনেত্রীদের তালিকায় চলে আসেন লিমা। এ ছবি দিয়ে জনপ্রিয়তা পান অভিনেতা ওমর সানীও। ছবির ‘আমার সুরের সাথি আয় রে’ গানটি এখনো অনেকেরই মনে আছে।

  • ইউটিউবের জন্য নির্মিত পোস্টারে ব্যবহৃত ছবিগুলো মূল চলচ্চিত্রকে অনুসরণ করেনি।


মন্তব্য করুন