Select Page

‘হত্যা মামলার পলাতক আসামি’র টাকায় হিরো আলমের ছবি, নায়িকা রাখি সাওয়ান্ত?

‘হত্যা মামলার পলাতক আসামি’র টাকায় হিরো আলমের ছবি, নায়িকা রাখি সাওয়ান্ত?

আশরাফুল আলম ওরফে হিরো আলম নানা কারণে সব সময় আলোচনা-সমালোচনায় থাকেন তিনি। এবার বলা হচ্ছে, দেশের বেশ কিছু সিনেমায় মুখ দেখানো অভিনেতার বিপরীতে কাজ পরতে যাচ্ছেন বলিউডের আইটেম গার্ল রাখি সাওয়ান্ত।

এই সিনেমায় অর্থ বিনিয়োগ করবেন বাংলাদেশে হত্যা মামলার পলাতক আসামি ও দুবাই প্রবাসী ব্যবসায়ী আরাভ খান।

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এ সিনেমার খবর জানিয়েছেন হিরো আলম।

বর্তমানে হিরো আলম সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। সেখানে আরাভ খানের একটি মোবাইল ফোনের শোরুম উদ্বোধন করেছেন। এরপরই হিরো আলমকে দেখা গেল রাখি সাওয়ান্তের সঙ্গে।

দুবাই থেকে হিরো আলম বললেন, আমি বলিউডে কাজ করতে যাচ্ছি। আমার সঙ্গে রাখি সাওয়ান্ত কাজ করবেন। ছবিটা প্রযোজনা করবেন আরাভ খান।

ফেসবুকে হিরো আলমের পাঠানো একটি ভিডিওতে রাখি সাওয়ান্ত ও হিরো আলমকে একসঙ্গে দেখা যায়। যেখানে রাখি চিৎকার করে বলতে থাকেন, দেখো সালমান ভাই, বলিউডে নতুন নায়ক নিয়ে আসছি।

একই ভিডিওতে আরাভ খান বলেন, আলমকে নিয়ে আমি বলিউডে সিনেমা বানাব। যত টাকা লাগে আমি দেব। ভারত, দুবাই ও বিশ্বের বিভিন্ন দেশে শুটিং হবে।

বছরের শুরুতে দেশে আলোচনায় আসেন আরাভ খান। ওই সময় তার স্বর্ণের দোকান উদ্বোধনে যান সাকিব আল হাসান, প্রার্থনা ফারদীন দিঘী, সাদাত হোসাইনসহ বিভিন্ন অঙ্গনের পরিচিত মুখ। সেই দলে ছিলেন হিরো আলমও।

তখন সংবাদমাধ্যমে বলা হয়, দুবাইয়ের আরাভ জুয়েলার্সের মালিক আরাভ খান ওরফে রবিউল ইসলাম বাংলাদেশ পুলিশের পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার আসামি।

ওই ভ্রমণের পরপরই মিন্টো রোডের ডিবি অফিসে যান হিরো আলম। গত ২ এপ্রিল ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিরো আলম বলেন, ‘আমি আরাভ সম্পর্কে যা জানি সবই পুলিশকে জানিয়েছি। আমাকে কীভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল, কারা সেখানে ছিল, সেখানে কী হয়েছিল বলেছি।’

তিনি আরও বলেন, ‘যদি কখনও তদন্তের জন্য ডাকা হয়, তহালে আমি আবার এসে পুরো বিষয়টি নিয়ে পুলিশকে সহায়তা করব।’

হিরো আলম প্রথমে একটি ব্যক্তিগত অভিযোগের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি কার্যালয়ে যান। এ সময় তিনি ডিবি প্রধান হারুন অর রশিদের সঙ্গে দেখা করেন এবং আরাভ খান বিষয়েও আলোচনা করেন।

২০১৯ সালের ১১ এপ্রিল পুলিশ মামুন হত্যা মামলায় আরাভ ওরফে রবিউল এবং আরও ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ডিবি।

সম্প্রতি রবিউল ইসলামের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল।


মন্তব্য করুন