Select Page

হাসপাতালের ছাদেই হবে ‘রংবাজ’ মহরত!

হাসপাতালের ছাদেই হবে ‘রংবাজ’ মহরত!

হঠাৎ অসুস্থ হয়ে বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। শুক্রবারই গুলশানের একটি রেস্টুরেন্টে তার নতুন ছবি ‘রংবাজ’-এর মহরত হওয়ার কথা ছিল। নির্মাতা শামীম আহমেদ রনি জানান, মহরত হবে হাসপাতালে। খবর মানবজমিন।

রনি বলেন, হাসপাতালের উপরে ছাদসংলগ্ন একটি সুন্দর জায়গা আছে। সেখানেই এ ছবির মহরত অনুষ্ঠান হবে। আর ছবির মহরতে আরও কিছু চমক থাকবে। তা এখন বলতে চাই না।

উল্লেখ্য, লিভারে সমস্যার কারণে এর আগে ব্যাংককে চিকিৎসা নিতে হয়েছিলো শাকিব খানকে। তবে এবার তেমন কিছু নয়, অ্যাসিডিটি থেকে বুকে ব্যথার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


মন্তব্য করুন