Select Page

হিন্দি ছবিতে সিয়ামকে বাছাইয়ের কারণ

হিন্দি ছবিতে সিয়ামকে বাছাইয়ের কারণ

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ভ্যারাইটি শুক্রবার জানিয়েছে, হিন্দি ভাষার সিনেমা ‘ইন দ্য রিং’-এ অভিনয় করতে যাচ্ছেন ঢাকার সেনসেশন সিয়াম আহমেদ।

সত্য কাহিনি অবলম্বনে অলকা রঘুরাম পরিচালিত ছবিতে এই নায়কের অন্তভুক্তির আদ্যপ্যান্ত জানিয়েছেন ঢাকা মেইলের রেজওয়ান সিদ্দিকী অর্ণ

তিনি এক প্রতিবেদনে ছবির অন্যতম প্রযোজক সৌভিক দাশগুপ্তকে উদ্ধৃত করেন। সৌভিক বলেন, ‘ইন দ্য রিং বলিউডের কোনো সিনেমা নয়। সেরকমটা আমরা দাবি করছি না। গণমাধ্যমগুলো ভুল খবর ছাপছে। হিন্দি ভাষার সিনেমা মনে বলিউড নয়। তাছাড়া এই ছবি বাণিজ্যিকভাবে প্রদর্শনের জন্য নির্মাণ করছি না। এটি একটি ফিচার ফিল্ম। বিশ্বের নামকরা চলচ্চিত্র উৎসবগুলোর কথা মাথায় রেখে এগোচ্ছি।’

কলকাতার খিদিরপুরের কিশোরী মুসলিম বক্সার শামাকে নিয়ে এই ছবির গল্প গড়ে উঠেছে। ছবির নাম-ভূমিকায় অভিনয় করবেন বলিউড অভিনেত্রী মিথিলা পালকার। সিয়ামের চরিত্রের নাম রোশান। আরও আছেন বলিউড অভিনেতা জাভেদ জাফরী।

সৌভিক বলেন, ‘ছবিতে সিয়ামের চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। নারীকেন্দ্রিক ছবি হলেও তার অভিনয়ের সুযোগ আছে। বক্সিং ফাইনালের আগে শামা তার মাসিকে (খালা) খুনের মামলায় জড়িয়ে পড়েন। কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয় তাকে। খারাপ সময়টায় সবসময় তার পাশে থেকেছেন রোশান। মানসিকভাবে সাহস জুগিয়েছেন। পরে শামা মামলা থেকে রেহাই পেলেন কি না— সেটা সিনেমাতেই জানা যাবে।’

ভারতের এত অভিনেতা থাকতে সিয়াম কেন— জানতে চাইলে সৌভিক বলেন, ‘প্রথমে সিয়ামকে নেওয়ার কোনো পরিকল্পনা আমাদের ছিল না। তাকে আমরা চিনতাম না। তবে নাম শুনেছি। রোশান চরিত্রে অভিনেতা খোঁজার সময় সিয়ামের কিছু স্টিল ছবি দেখি। তখন তার মৃধা বনাম মৃধা সিনেমার কাজ চলছিল। ওই ছবির কিছু ক্লিপ দেখি। তারপর মনে হলো, আমাদের রোশান চরিত্রের সঙ্গে সিয়াম বেশ মানানসই হবেন। আমি তার ছবি আমার টিমকে পাঠিয়ে দেই। তারাও তাকে পছন্দ করেন।’

এ দিকে সিয়ামও অভিনয়ের সুযোগ পেয়ে উদ্বেলিত। তিনি বলেন, ‘সিনেমার গল্পটি ভালো লেগেছে। মনে হলো, অভিনয়ের সুযোগ আছে। পরিচালকসহ পুরো টিমের সঙ্গে কথা বলে ভালো লেগেছে। সবাইকে আমার মেধাবী মনে হয়েছে।’

ছবির প্রযোজক হিসেবে আরও আছেন শ্রেয়সি সেনগুপ্ত। নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন যুক্তরাষ্ট্রের রিক অ্যাম্ব্রোজ।

চলতি বছরের ডিসেম্বরে শুরু হবে সিনেমার শ্যুটিং। দৃশ্যধারণের পুরো কাজ হবে কলকাতায়। এতে ক্যামেরার পেছনে বলিউডের নাম করা কলা-কুশলীরা থাকবেন।


মন্তব্য করুন