Select Page

হুট করে মুক্তি পাচ্ছে ‘মৃধা বনাম মৃধা’!

হুট করে মুক্তি পাচ্ছে ‘মৃধা বনাম মৃধা’!

প্রথমবার জুটি বাঁধলেন সিয়াম আহমেদ ও নোভা ফিরোজ, সঙ্গে আছেন তারিক আনাম খান। সেই ‘মৃধা বনাম মৃধা’র প্রশংসাও করছেন অনেকে। কিন্তু প্রয়োজনীয় প্রচার ছাড়াই হুট করে মুক্তি ঘোষণা এলো ছবিটির।

চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল ‘মৃধা বনাম মৃধা’র শুটিং। ছয় মাসের মধ্যেই শেষ হয় কাজ। ১২ ডিসেম্বর ছবিটি পেয়েছে আনকাট ছাড়পত্রও।

এখন শোনা যাচ্ছে, ২৪ ডিসেম্বর দেশব্যাপী মুক্তি পাচ্ছে ‘মৃধা বনাম মৃধা’।

রায়হান খানের সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন রনি ভৌমিক।

সিনেমাটি নির্মাণ প্রসঙ্গে রনি ভৌমিক বলেন, ‘আমি ভীষণ খুঁতখুঁতে মানুষ। যতক্ষণ না পর্যন্ত কোনও কাজ সূক্ষ্ম ও পরিপূর্ণভাবে শেষ না হয় ততক্ষণ আমি নিজেই সন্তুষ্ট হতে পারি না। সেখানে এটা আমার প্রথম সিনেমা। কাজটিকে সুনিপুণভাবে দর্শকের সামনে উপস্থাপন করতে যা যা করা প্রয়োজন মনে হয়েছে, সেটা করেছি।’

প্রচার-প্রচারণা ছাড়াই কি হুট করে ছবিটির মুক্তি দেওয়া হচ্ছে? এমন প্রশ্নে পরিচালক বলেন, ‘এখনো প্রায় ৯ দিন হাতে আছে। আজ ছবির পোস্টার প্রকাশ করেছি। এখন থেকেই জোরেশোরে প্রচারণায় নামছি। এটা ঠিক যে প্রচারের জন্য দীর্ঘ সময় পেলাম না। তবে আমার বিশ্বাস, কনটেন্ট ভালো লাগলে ছবিটি দেখতে অবশ্যই হলমুখী হবেন দর্শক।’

যুক্তরাষ্ট্রে ‘মৃধা বনাম মৃধা’র সংগীত করেছেন ইমন সাহা। তিনি বলেন, ‘মৃধা বনাম মৃধা চলচ্চিত্রে তারিক আনাম খানের অভিনয় আমাকে নতুন করে ভাবিয়েছে। এত বড়মাপের একজন অভিনয়শিল্পীর চলচ্চিত্রে আরও নিয়মিত হওয়া দরকার।’

এ ছাড়া কয়েক দিন সিনেমাটি দেখে এর নায়ক সিয়ামকে ফোন দেন সেন্সর বোর্ডের জ্যেষ্ঠ সদস্য অরুণা বিশ্বাস। সিয়ামের অভিনয়ে উচ্ছ্বসিত হন তিনি।

বিষয়টি নিয়ে সিয়াম বলেন, ‘ঘটনাটা ব্যাখ্যা করাটা আমার জন্য একটু কঠিন। অরুণা ম্যামের সঙ্গে আমার সম্পর্ক অভিভাবক-সন্তানের মতো। তিনি ফোন দিয়ে একেবারে পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে কথা বলেছেন। অভিনয় নিয়ে প্রশংসা করেছেন। আবার এটাও বলেছেন, কোথায় আরও কাজ করার সুযোগ আছে। বিষয়টি আমার খুবই ভালো লেগেছে।’

টফি নিবেদিত এই ছবিতে আরও অভিনয় করেছেন সানজিদা প্রীতি, নিমা রহমান, মিলন ভট্টাচার্য, তৌফিকুল ইসলাম ইমন,মাসুদুল আমিন রিন্টু প্রমুখ।

/বাংলা ট্রিবিউন, প্রথম আলো


মন্তব্য করুন