Select Page

হুমায়ূনের উপন্যাস থেকে চলচ্চিত্র বানাবেন তুহিন

হুমায়ূনের উপন্যাস থেকে চলচ্চিত্র বানাবেন তুহিন

image_1479_358366.gifফজলুল কবীর তুহিন হুমায়ূন আহমেদের হিমু চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছিলেন। এখন থাকেন লন্ডনে। তার পরিচালনায় চ্যানেল আইয়ে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘কালার অব কেমব্রিজ’।  বানাতে যাচ্ছেন হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র।

তিনি জানান, হুমায়ূন স্যারের ‘আজ চিত্রার বিয়ে’ গল্পটি আমার খুবই প্রিয়। এই গল্প নিয়ে ছবি বানানোর ইচ্ছা স্যারের কাছে প্রকাশ করি ২০০৭ সালে। চিত্রনাট্যের কিছু অংশ পড়ে স্যার খুশি হন। কিছুদিন পর কপিরাইটের কাগজ তৈরি করে তার সঙ্গে সাক্ষাতের জন্য ডাকেন। ছবিটি বানাবো কিন্তু স্যারকে দেখাতে পারবো না ভাবলেই কষ্ট পাই।

তিনি হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘আগুনের পরশমনি‘ ও জনপ্রিয় নাটক ‘আজ রবিবার’সহ আরো কিছু নাটকে অভিনয় করেছিলেন।

সুত্র: সমকাল


মন্তব্য করুন