Select Page

হুমায়ূনের শুভ্রকে পর্দায় আনতে চান আজিজ

হুমায়ূনের শুভ্রকে পর্দায় আনতে চান আজিজ

প্রয়াত হুমায়ূন আহমেদের জনপ্রিয় চরিত্র ‘শুভ্র’কে নিয়ে ছবি বানাতে চান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। এ বিষয়ে হুমায়ূনের সঙ্গেও কথা বলেছিলেন তিনি। এনটিভি অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে কথাগুলো উঠে আসে।

‘আপনি প্রযোজক ও মেহের আফরোজ শাওন একজন নির্মাতা। ভবিষ্যতে আপনাদের একসঙ্গে কাজ করার কি সম্ভাবনা আছে?’— এমন প্রশ্নে আজিজ বলেন, “হ্যাঁ, কাজ করা হতেও পারে। হুমায়ূন আহমেদ স্যার বেঁচে থাকতে ‘শুভ্র গেছে বনে’ বইটি নিয়ে আমি ছবি বানাতে চেয়েছিলাম। সেটার রাইটও স্যারের কাছে আমি চেয়েছিলাম। স্যারের সঙ্গে এ বিষয়ে সরাসরি কথা বলার সময় মেহের আফরোজ শাওন ও ইমন সাহা উপস্থিত ছিলেন। স্যারের শর্ত ছিল, ছবির চিত্রনাট্য ভালো হতে হবে। শুভ্র চরিত্রে যে অভিনয় করবে, তাকে ফর্সা ও মায়াবী চোখের অধিকারী হতে হবে। আমি তাঁকে বলেছিলাম, স্যার, আমরা চিত্রনাট্য লেখার পর আপনি দেখে দেবেন।

যা হোক, স্যার শেষবার আমেরিকা যাওয়ার আগে এসব কথা হয়েছিল। স্যারকে আমি ছবির ১০টা দৃশ্যের চিত্রনাট্য লিখে ই-মেইল করেছিলাম। আমাকে স্যার জিজ্ঞাসা করেছিলেন, ‘আমার এত গল্প থাকতে এই গল্পের ছবি কেন?’ আমি বলেছিলাম, ‘এই গল্পটা আমার অনেক ভালো লেগেছে। ছবি বানালে ভালো হবে।’

সেদিন পার্টিতে শাওন আপুর সঙ্গে হঠাৎ এই ছবি নিয়ে আমার আলাপ হয়েছিল। আমি তাকে বলেছিলাম, ‘ছবিটি আপনি বানালে বিগ বাজেটের কমে বানাবেন না। আড়াই কোটি টাকার বাজেট রাখলে ছবিটি ভালো হবে। যদি আপনি বানাতে চান, আমাকে বলতে পারেন। আমি ইনভেস্ট করব।’ শাওন আপু আমাকে এখনো কোনো মতামত জানাননি। তিনি এখন অন্য ছবি নিয়ে ব্যস্ত আছেন বলে জানান।”

এছাড়া শাওনের সঙ্গে সেলফি প্রসঙ্গে বলেন, ‘প্রথমেই বলতে চাই, আমি মানুষকে সম্মান করতে বিশ্বাসী। কিছুদিন আগে একটা পার্টিতে শাওন আপুর সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি তাঁকে বলেছিলাম, ‘আপু, আমি আপনার সঙ্গে একটা ছবি তুলি?’ তিনিও হাসিমুখে ছবি তুলেছেন। আমরা সেদিন ফেসবুকেও ফ্রেন্ড হয়েছিলাম। পরে পত্রিকার খবরে পড়েছি, সেলফিটা নিয়ে তিনি বিব্রত বোধ করেছেন।’

আজিজ আরো জানান, ২০১৮ সালে বলিউডের সঙ্গে সিনেমা বানাবেন। হলিউডেও কাজ করার ইচ্ছা আছে।


মন্তব্য করুন