Select Page

হৃদিতা হবেন পূজা, বিপরীতে সুমন

হৃদিতা হবেন পূজা, বিপরীতে সুমন

সরকারি অনুদানে ‘হৃদিতা’ নামের চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পূজা চেরি ও এ বি এম সুমন। কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে পরিচালনা করতে যাচ্ছেন ইস্পাহানি আরিফ জাহান।

গল্পটা নব্বই দশকের। ছিল না মোবাইল। চাইলেই প্রেমিক-প্রেমিকারা যোগাযোগ করতে পারত না। যখন-তখন দেখা করা সম্ভব হতো কেবল স্বপ্নে। নব্বই দশকের সেই প্রেম হারিয়ে গেছে। সে রকম একটা প্রেমে জড়িয়ে গেলেন পূজা ও সুমন। সিনেমায় তাদের নাম হৃদিতা ও কবির।

২০১৯-২০ অর্থবছরে চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান পেয়েছে হৃদিতা। রাজধানীর মগবাজারের একটি রেস্তোরাঁয় সিনেমার প্রধান দুই চরিত্রের চুক্তি সই হয় বৃহস্পতিবার।

প্রথম আলোকে পরিচালক আরিফ জাহান বলেন, ‘বড় আয়োজন করেই চুক্তি সইয়ের অনুষ্ঠানটি করতে চেয়েছিলাম। কিন্তু করোনার কারণে সেটা সম্ভব হলো না। নিজেরা চার–পাঁচজন মিলে ছোট পরিসরে অনুষ্ঠানটি করেছি।’

হৃদিতা চরিত্রে পূজাকে নির্বাচন করা প্রসঙ্গে এই পরিচালক বলেন, ‘ছবির গল্পটি পড়লে যে কেউ হৃদিতা চরিত্রের জন্য পূজার কথাই ভাববেন। এই চরিত্রে তাকে দারুণ মানায়। অনুদানের জন্য মন্ত্রণালয়ে চিত্রনাট্য জমা দেওয়ার সময়ই শিল্পীর তালিকায় তার নামটি দিয়েছিলাম। এ ছাড়া কবির চরিত্রে পূজার সঙ্গে সুমনকে ভালো মানাবে।’

সামনের দুই মাস চলবে প্রি–প্রোডাকশন। পরিচালক জানালেন, অক্টোবর থেকে হয়তো শুটিং শুরু করতে পারবেন। এর আগেও আনিসুল হকের উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছিলেন এই পরিচালক। সেবার করা হয়নি, এবার জনগণের টাকায় হচ্ছে।


মন্তব্য করুন