Select Page

হেল্প হেল্প … মিথিলার চিৎকার, এগিয়ে এলো কে? (টিজার)

হেল্প হেল্প … মিথিলার চিৎকার, এগিয়ে এলো কে? (টিজার)

বড়পর্দায় রাফিয়াত রশিদ মিথিলার অভিষেকের এক ঝলক দেখা গেল ‘অমানুষ’ ছবির টিজারে। পরিচালনা করেছেন অনন্য মামুন।

বুধবার (১ জুন) প্রকাশিত টিজারের শুরুতেই মিথিলাকে দেখা যায় ‘হেল্প হেল্প’ চিৎকার করে বনের মাঝে ছুটতে। তবে তাকে সাহায্য করতে কে আসে জানা যায়নি। এরপর পর্দায় একে একে আসে মিশা সওদাগর, রাশেদ মামুন অপু ও নিরবের মতো ভয়ংকর কিছু মানুষ। ডাকাত রূপে দেখা যায় নওশাবাকেও। সব মিলিয়ে মিথিলার ফার্স্টলুক ততটা না জমলেও ছবি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

১৭ জুন বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘অমানুষ’। সিনেমাটির পরিচালক অনন্য মামুনের গল্পের কারণে দর্শক প্রেক্ষাগৃহে আসবে।

তিনি আরও বলেন, ‘মিথিলার প্রথম সিনেমা এটি। দেশ সেরা খ্যাতিমান অভিনয়শিল্পীরা এই সিনেমায় অভিনয় করেছেন, তাই দর্শকরা সিনেমা দেখতে আসবেন। আমার ইচ্ছা আছে সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহে ৫০টির বেশি হলে চালানোর। পরে ধীরে ধীরে হলের সংখ্যা বাড়ানো হবে।’

গত বছরের এপ্রিলে বান্দরবানে ‘অমানুষ’ সিনেমার শুটিং শুরু হয়। এরপর কয়েক দফায় রাঙ্গামাটি, সিলেট, নারায়ণগঞ্জ, ভালুকাসহ দেশের বিভিন্ন স্থানে শুটিং শেষে আগস্টের মাঝামাঝিতে ঢাকায় শুটিং শেষ হয়। করোনা মহামারিতে নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়েই পুরো সিনেমার কাজ করেছেন শিল্পীরা।

‘অমানুষ’এ আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম,  ডনসহ অনেকেই।

এ সিনেমার পরপরই ঢাকা-কলকাতার আধা ডজনের বেশি ছবিতে যুক্ত হয়েছেন মিথিলা। যার বেশিরভাগেরই শুটিং শেষ।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares