Select Page

হ্যাপীকে খারাপভাবে উপস্থাপন করা হয়নি!

হ্যাপীকে খারাপভাবে উপস্থাপন করা হয়নি!

happy-dhumketu

‘হ্যাপীকে আমি পারিবারিকভাবে চিনি। অনেক রুচিশীল একটি মেয়ে। যেকোনো গল্পে সে কাজ করবে না। দর্শক আমাদের এই গান দেখলেও কিছুটা বুঝবেন। আমরা কিন্তু তাকে খারাপভাবে উপস্থাপন করিনি। সব মিলিয়ে বলব, এ ধরনের শিল্পীদের চলচ্চিত্রে প্রয়োজন।’

সম্প্রতি প্রকাশ হওয়া ‘ধূমকেতু’র আইটেম গান ‘মাঝে মাঝে আসি’ নিয়ে কথাগুলো বললেন নির্মাতা শফিক হাসান।

গানটিতে পারফর্ম করেন অনেকদিন পর্দা থেকে দূরে থাকা নাজনীন আক্তার হ্যাপী

শাফিক হাসান এনটিভি অনলাইনকে আরো বলেন, ‘হ্যাপী এই আইটেম গানে ভালো কাজ করেছে। তার মধ্যে অভিনয় প্রতিভা আছে। আমি মনে করি, ভালো কাজ পেলে সে নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারবে।’

‘ধূমকেতু’ ছবিটি মুক্তি পাবে ৯ ডিসেম্বর। অভিনয় করেছেন শাকিব খান, পরী মনি, তানহা তাসনিয়া, অমিত হাসান, দিতি ও আলীরাজ।


মন্তব্য করুন