Select Page

১০ বছর পর ‘ভুল বোঝাবুঝি’র অবসান, ইফতেখারের সঙ্গে অনন্ত

১০ বছর পর ‘ভুল বোঝাবুঝি’র অবসান, ইফতেখারের সঙ্গে অনন্ত

অনন্ত জলিল ও ইফতেখার চৌধুরী। ফিল্মি ক্যারিয়ারে পরস্পরকে স্বীকার না করে তাদের উপায় নেই। কিন্তু ১০ বছর ধরে ‘ভুল বোঝাবুঝি’র মধ্যে ছিলেন তারা, এবার অবসান হলো।

২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে অনন্ত জলিল ও বর্ষার। কিন্তু এরপর তাদের আর একসঙ্গে পাওয়া যায়নি। তাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে বলে সিনেমা পাড়ায় এতদিন গুঞ্জন ছিল। কিন্তু তারা কেউ বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেননি।

৭ ডিসেম্বর রাতে ইফতেখার চৌধুরী প্রযোজিত ও পরিচালিত ‘মুক্তি’ সিনেমার মহরত অনুষ্ঠানে অংশ নিয়ে বিষয়টি নিয়ে মুখ খোলেন অনন্ত জলিল।

তিনি বলেন, ইফতেখার ভাই আমাকে ও বর্ষাকে নিয়ে আমাদের প্রথম সিনেমা ‘খোঁজ: দ্য সার্চ’ নির্মাণ করেছিলেন। ১০ বছর ইফতেখার ভাইয়ের সঙ্গে আমার একটা ভুল বোঝাবুঝি ছিল, এটা মিডিয়ার অনেকেই জানেন। যে কারণে এতদিন আমাদের আর কাজ করা হয়নি। ১০ বছর পরে আমরা আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছি।

আরও বলেন, ‘নেত্রী: দ্য লিডার’ নামে আমরা নতুন সিনেমা করছি, এটিতে ইফতেখার ভাই পরিচালক হিসেবে থাকবেন। এটা তুর্কির সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বড় অনুষ্ঠান করে বিষয়টি সবাইকে জানাবো।

অনন্ত জলিল লেন, কিছুদিন আগে ইফতেখার ভাই আমাদের সঙ্গে তুর্কিতে গিয়েছিলেন এবং উনি আমাদের নতুন সিনেমা ‘দিন: দ্য ডে’র শুটিংয়ে অনেক হেল্প করেছেন। ইফতেখার ভাইয়ের বড় যোগ্যতা হলো, তিনি একসঙ্গে সব বিষয়ে পারদর্শী। তিনি ক্যামেরা বোঝেন, অ্যাকশন বোঝেন, গ্রাফিক্স বোঝান, নিজে এডিট করতে পারেন তাছাড়া স্ক্রিপ্টও লেখেন। সাধারণত একজন পরিচালক এতকিছু একসঙ্গে করতে পারেন না।

ইফতেখার চৌধুরীর প্রযোজিত প্রথম সিনেমাটির লগ্নি যাতে ফিরে আসে সেজন্য সবাইকে সহায়তা করার অনুরোধও জানান অনন্ত জলিল।

‘মুক্তি’ নামের নারীকেন্দ্রিক সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী রাজ রিপা। তার বিপরীতে থাকছেন ৯জন নায়ক!

এ সময় বর্ষা বলেন, ১২ বছর আগে ঠিক এভাবেই ইফতেখার চৌধুরী আমাকেও সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। সবসময় বিষয়টি মনে রেখেছি, বলেছি। আমি কখনো আমার অতীত ভুলে যাই না। ‘মুক্তি’ সিনেমার জন্য রাজ রিপাকে আজকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। তাকে এখানে এসেই দেখলাম, এর আগেও কিছু কাজ করেছেন তিনি। তার জন্য রইলো শুভ কামনা।


মন্তব্য করুন